শরৎ আসে কাশের বনে
শিশির ঝরা বায়ে,
শিউলি ফুলে ভরে গাছ
আমার ছোট্ট গাঁয়ে।
ভোর বিহানে উঠে আমি
উঠোনেতে আসি,
শিউলি ফুলের ছোয়া নিয়ে
খিলখিলিয়ে হাসি।
শিউলি ঝরে উঠোনজুড়ে
শিশির পড়ে ফুলে,
ফুল কুড়িয়ে গাঁথবো মালা
মনটা ওঠে দুলে।
ফুলি আসবে কলি আসবে
বসবে আমার সাথে,
শিশির ভেজা শিউলি নেবে
ভরবে আঁচল তাতে।