গোবস্টপারস এক ধরনের ক্যান্ডি। যা আমেরিকা এবং কানাডার শিশুদের কাছে বেশ জনপ্রিয়। আমাদের দেশে সুপারশপে এই ক্যান্ডিগুলো পাওয়া যায়। আবার এক না হলেও, এর কাছাকাছি মানের ক্যান্ডি হলো- জেমস। এই গোবস্টপারস দিয়ে দারুণ নকশা করা যায়। দেখ কীভাবে...
যা যা লাগবে :
♦ একটি প্লেট
♦ পরিমাণ মতো পানি
♦ ১০টি গোবস্টপারস ক্যান্ডি
যা করতে হবে :
প্লেটে পর্যাপ্ত পরিমাণ পানি ঢালুন। তা যেন প্লেট ছড়িয়ে ঝরে যাবে। এবার যে কোনো একটি ডিজাইনে প্লেটে ১০টি গোবস্টপার রাখুন। ২-৩ মিনিট অপেক্ষা করুন। দেখুন, গোবস্টপারের রং পানিতে গলে যাচ্ছে।
এটি কীভাবে কাজ করে :
সাধারণত গোবস্টপারস ভিজে গেলে খুব দ্রুত দ্রবীভূত হয়। কারণ, পানি তাদের দ্রুত ভেঙে দেয়। অর্থাৎ গোবস্টপারসের বাইরের স্তর, যেটিতে বিভিন্ন রঙের রঞ্জক রয়েছে, সেটিই প্রথম দ্রবীভূত হয়। যখন এটি ঘটে, রংগুলো জলে ছড়িয়ে পড়ে এবং সত্যিই দুর্দান্ত নকশা তৈরি হয়।
অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা :
♦ খুব কম সংখ্যক গোবস্টপারস ক্যান্ডি ব্যবহার করবে। কেননা, দেখ- রংগুলো কি প্লেটের প্রান্তে ছড়িয়ে পড়তে সক্ষম?
♦ বাবা-মায়ের অনুমতি নিয়ে, আংশিকভাবে দ্রবীভূত গোবস্টপারসগুলোর স্বাদ নিয়ে দেখ! এটির স্বাদ কি একই নাকি আলাদা আলাদা? একটি নির্দিষ্ট রং তৈরির চেষ্টা কর, দেখ স্বাদ একই না ভিন্ন!
♦ পানির বদলে চাইলে ভিনেগার ব্যবহার করতে পার, ফলাফল কী দেখ।