ঢাকের বাদ্যি ঐ শোনা যায়
এলো পূজার দিন,
কাশের দোলায় মন খুশিতে
নাচছে তা ধিন ধিন।
শিশির ঝরা শিউলি তলায়
জাগলো খুশির বান,
পাখির কণ্ঠে মধুর সুরে
আগমনী গান।
মা যে আসবেন কৈলাশ ছাড়ি,
রেখে ভোলা পতি,
সঙ্গে আসবেন কার্তিক গণেশ
লক্ষ্মী সরস্বতী।
খুশির জোয়ার বইছে দেখো
মায়ের বাপের ঘরে,
মর্তধামে আসবেন আবার
একটি বছর পরে।