আশ্বিন মাসে মেঘ ডাকিলে
ভীষণ বড়ো শব্দে
মা বলতেন, যুদ্ধ ভীষণ
অসুরগুলো জব্দে।
ছেলেপুলে মেয়ে নিয়ে
আসবে ফিরে ‘মা’
বাপের বাড়ি বছর ঘুরে
রাখবে রাঙা পা।
ঠাকুম্মারা বলতো কতো
দুগ্গা মায়ের গল্প
বেদ পুরাণে সেই কাহিনির
মিলতো যে খুব অল্প।
শুনতে বড়ো লাগতো ভালো
অসুর নিধন খেলা
আরও বেশি মজা হতো
দশহরার মেলা।