ছোট্ট খুকু রাগ করেছে
যাবে না আজ বাড়ি,
খুকুর বাবা তাই এনেছে
রঙিন খেলনা গাড়ি।
খেলনা গাড়ি পেয়ে খুকু
ভীষণ খুশি হলো,
বলছে খুকু তাই বাবাকে
এবার বাড়ি চলো।
যাচ্ছে খুকু ফিরে বাড়ি
ছেড়ে মিছে খেলা,
শিয়াল মামা ডাকছে দূরে
হলো সাঁঝের বেলা।
শান্ত হলো খুকুমণি
পেয়ে খেলনা গাড়ি,
আর দেবে না কারও সাথে
শুধু শুধু আড়ি।