শারদ রঙে খুশির উড়ান
মোহন সুরের বাঁশি,
ঝলমলে রূপ সাজন ক্ষণে
ঢেউ উল্লাসে ভাসি।
কাশ কাননে আকুল স্নেহে
মেঘের কন্যা নাচছে,
হাওয়ার নায়ে আমোদ ঝরে
মন্দিরা ঢোল বাজছে।
কলাবউ-এ ঘোমটা খোলে
শিউলি ঝরা ভোরে,
পুজোর আমেজ দিকে দিকে
আজকে সকল দোরে।
আকাশপাড়ে নীল শাড়িতে
দেয় রাঙিয়ে নন্দনে,
মা’র চরণের আশিষ নিতে
হই মিলিত বন্ধনে।