দুর্গা এলো দুর্গা এলো
বালুচরে কাশে,
রোদের জরি গায়ে মেখে
ফড়িং ছানা হাসে।
দুর্গা এলো দুর্গা এলো
তাক ডুমা ডুম তাকে,
খুশির দিনের স্বপ্ন খুকু
দু’চোখেতে আঁকে।
দুর্গা এলো দুর্গা এলো
শিউলি মালা গলে,
নতুন জামা গায়ে খুকু
পায়ে রুপোর মলে।
দুর্গা এলো দুর্গা এলো
বরণডালা সাজে,
সাম্য-প্রীতির বাঁশি সবার
মনের মাঝে বাজে।