আমার ছোট্ট পুশি
মাছের কাঁটা খেতে দিলে
ভীষণ রকম খুশি।
জড়িয়ে তাকে নরম চাদর
যখন করি অনেক আদর
আনন্দে সে নিজের পেটে
মারতে থাকে ঘুসি।
ছোট্ট আমার পুশি
একটুখানি ধমক দিলে
হারিয়ে ফেলে হুঁশই।
আমার ছোট্ট পুশি
মাছের কাঁটা খেতে দিলে
ভীষণ রকম খুশি।
জড়িয়ে তাকে নরম চাদর
যখন করি অনেক আদর
আনন্দে সে নিজের পেটে
মারতে থাকে ঘুসি।
ছোট্ট আমার পুশি
একটুখানি ধমক দিলে
হারিয়ে ফেলে হুঁশই।