খোকার গাড়ি
চলছে ভারি,
রোদ দুপুর বর্ষা দিনে।
খোকার ইচ্ছা,
শোনাবে কিচ্ছা,
বিশ্বজুড়ে সবার কর্ণে।
খোকার পণ
সবাই আপন,
বিশ্বে সবাই সবার।
চলছি ছুটে,
একাই বটে,
কেউ আছো সাথে যাবার।
খোকার গাড়ি
চলছে ভারি,
রোদ দুপুর বর্ষা দিনে।
খোকার ইচ্ছা,
শোনাবে কিচ্ছা,
বিশ্বজুড়ে সবার কর্ণে।
খোকার পণ
সবাই আপন,
বিশ্বে সবাই সবার।
চলছি ছুটে,
একাই বটে,
কেউ আছো সাথে যাবার।