ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, আমরা বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা শুনছি। এই সংস্কার প্রক্রিয়া হওয়া উচিত সার্বজনীন। ক্ষেত্র বিশেষে এই সংস্কার প্রক্রিয়ায় জড়িত থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে আগ্রহী।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতীয় ব্যবসা সংলাপে মূল বক্তব্যে এসব কথা বলেন নাসির হোসেন।
মীর নাসির হোসেন বলেন, আমরা বাংলাদেশে রাজনৈতিক আশীর্বাদপুষ্ট ব্যবসায় সংস্কৃতির সামগ্রিক পরিবর্তনের লক্ষ্যে দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে দায়িত্বশীল ব্যবসা পরিচালনার নতুন অধ্যায় সূচনা করতে আগ্রহী।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের অসৎ চর্চা এবং আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি আজ হুমকির মুখে। কিছু অসাধু ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো আবেদন জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত