বাসে যৌন হয়রানি
বাসে নারী যাত্রীদের যৌন হয়রানি করা চালক ও তার সহকারীদের এক বড় অংশের মজ্জাগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যাত্রী ওঠানো-নামানোর সময় কৌশলে নারীদের গায়ে হাত দেওয়া শুধু নয়, রাতে নারী যাত্রীকে একলা পেলে তার সম্ভ্রমহানির ঘটনাও অহরহ ঘটছে। এমনকি দলবেঁধে ধর্ষণের পর হত্যার ঘটনাও ঘটছে কখনো কখনো। গত রবিবার তুরাগ পরিবহনের…