শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

বিনিয়োগ স্থবিরতা

দেশে অভ্যন্তরীণ বিনিয়োগে স্থবিরতা চলছে। এ স্থবিরতা বিদেশি বিনিয়োগের জন্যও প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা কোথাও বিনিয়োগ করতে গেলে অভ্যন্তরীণ বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। যে দেশে অভ্যন্তরীণ বিনিয়োগের গতি মন্থর বিদেশি বিনিয়োগকারীরা সে দেশকে এড়াতে চান। বাংলাদেশে গত ১০ মাস ধরে রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ বজায় রয়েছে। অর্থনীতির প্রায় সব সূচকই সাফল্যের মুখ দেখছে। গত কয়েক বছরের মতো এ বছরও জিডিপির উচ্চ প্রবৃদ্ধি আশা করা হচ্ছে। নেতিবাচক চিত্র ফুটে উঠেছে শুধু বিনিয়োগ ক্ষেত্রে। বিশ্বব্যাংকের সর্বশেষ রিপোর্টেও বাংলাদেশের অর্থনীতির প্রায় সব সূচক ইতিবাচক ধারায় চললেও বিনিয়োগ সম্পর্কে হতাশা ব্যক্ত করা হয়েছে। দেশে অভ্যন্তরীণ বিনিয়োগে স্থবিরতা থাকায় ব্যাংকে অলস টাকার পাহাড় জমছে। ঐতিহ্য অনুযায়ী শিল্পায়নের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তুলনামূলকভাবে বিনিয়োগবান্ধব ভূমিকা পালন করে। বেসরকারি ব্যাংকের তুলনায় তারা শিল্পায়নে ঋণ দেয় বেশি। কিন্তু ঋণদানের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো রক্ষণশীল নীতি গ্রহণ করায় নাজুক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তাদের ঋণদান ক্ষমতার অর্ধেকের কিছু বেশি সদ্ব্যবহার করতে পারছে। চলতি বছরের জুলাই শেষে ব্যাংকিং খাতের আমানত প্রবৃদ্ধি ১৫ দশমিক ৫৪ শতাংশে উন্নীত হলেও ঋণ প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ১৫ শতাংশ। ফলে চলতি বছরের বাজেট ঘোষণার সময় বিনিয়োগের যে স্বপ্নকল্প তুলে ধরা হয়েছিল তার বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়ছে। মনে করা হচ্ছে হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপসহ বেশ কয়েকটি বড় আকারের ঋণ কেলেঙ্কারির কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঋণদানের ক্ষেত্রে রক্ষণশীল হয়ে উঠেছে। রক্ষণশীলতার এই মনোভাব বিনিয়োগ ক্ষেত্রে নেতিবাচক প্রভাব রাখছে। রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাংকগুলো ঋণদানের ক্ষেত্রে তাদের অর্থের নিরাপত্তার দিকগুলো দেখবে এতে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু এই অজুহাতে ঋণপ্রাপ্তির যোগ্যতা রাখে এমন প্রতিষ্ঠানকে ঋণদানের ক্ষেত্রে তারা সিদ্ধান্তহীনতায় ভুগবে এমনটিও কাম্য নয়। দেশীয় বিনিয়োগের গতি মন্থর থাকায় বিদেশি বিনিয়োগও নিরুৎসাহিত হচ্ছে। অলস টাকার পাহাড় গড়ে ওঠায় জামানতকারীদের লভ্যাংশ গুনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ব্যাংকগুলোকে। এ অবস্থার অবসানে বাংলাদেশ ব্যাংক সঠিক নির্দেশনা দিতে এগিয়ে আসবে এমনটিই কাম্য হওয়া উচিত।

সর্বশেষ খবর