রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের মানবিক সিদ্ধান্ত

প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রে বসবাসরত ৪৭ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ওবামা অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের আড়াল থেকে বেরিয়ে এসে বৈধভাবে বসবাসের সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউস থেকে দেওয়া ১৫ মিনিটের বহুল আলোচিত ঐতিহাসিক ঘোষণায় ওবামা পাঁচ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী প্রায় সব অধিবাসীকে এই সুযোগ দেওয়ার কথা বলেছেন। ওবামার ঘোষণা অনুযায়ী তারাই কেবল বৈধতা পাবেন যাদের অন্তত একজন সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা বৈধ স্থায়ী বাসিন্দা। অভিবাসন নীতির সুযোগ নিয়ে তাদের তিন বছরের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বলে অবৈধ অভিবাসীদের বৈধ করার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিরোধী রিপাবলিকান পার্টি। তাদের মতে, প্রেসিডেন্ট এ ধরনের ঘোষণা দেওয়ার এখতিয়ার রাখেন না। ভোটে জেতার জন্য ডেমোক্রেটরা অবৈধ অভিবাসীদের বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে এমন কথাও বলা হয়েছে রিপাবলিকানদের পক্ষ থেকে। রিপাবলিকানদের সমালোচনা সত্ত্বেও বলা যায়, ওবামার এ সিদ্ধান্ত মানবিক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। যুক্তরাষ্ট্র মূলত অভিবাসীদের দেশ। নানা বর্ণের নানা ভাষার নানা ধর্মের মানুষ এক পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছেন একটি উদার এবং মানবিক চেতনাসম্পন্ন জাতি গঠনের জন্য। প্রায় অর্ধকোটি অভিবাসীকে বৈধতা দান সে চেতনাকে জোরদার করবে। ওবামার এই নির্বাহী ঘোষণার ফলে বিপুলসংখ্যক বাংলাদেশি মার্কিন নাগরিকত্ব গ্রহণের সুযোগ পাবেন। সরকারি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের সংখ্যা এক লাখ ৪৭ হাজার। নির্বাহী ঘোষণার সুযোগ নিয়ে এ সংখ্যা তিন লাখে উন্নীত হতে পারে। প্রেসিডেন্ট ওবামার এ সিদ্ধান্ত বিশ্বজুড়ে মার্কিন ভাবমূর্তি উন্নয়নেও অবদান রাখবে বলে আশা করা যায়। অর্থনৈতিক ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর জন্য যার প্রয়োজন আজ অনেক বেশি।

সর্বশেষ খবর