মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

পর্যটকদের ওপর হামলা

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শনিবার সন্ধ্যায় এক নারী পর্যটকের শ্লীলতাহানিসহ পাঁচ পর্যটককে মারধর করে তাদের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের গুণধর পুত্র ও ভাগ্নের নেতৃত্বে ১৭-১৮ জন সন্ত্রাসী মহীপুর মৎস্যবন্দরের খালগোড়ায় পাঁচ সদস্যের পর্যটক দলের ওপর চড়াও হয়। সন্ত্রাসীরা পর্যটকদের ট্রলার থেকে টেনেহেঁচড়ে নামিয়ে এক নারী সদস্যের শ্লীলতাহানি করেই ক্ষ্যান্ত হয়নি সে অপকর্মের ভিডিও চিত্র ধারণ করে। দলের দুই পুরুষ সদস্য এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীদের বেদম মারধরের শিকার হয়। সন্ত্রাসীরা পর্যটক দলের কাছে থাকা স্বর্ণালঙ্কার, মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তারা দলের আরও দুই নারী সদস্যকে জোর করে জঙ্গলের দিকে নিয়ে যেতে চাইলে তাদের আর্তচিৎকারে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কুয়াকাটা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। যেখানকার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে একই সঙ্গে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য অবলোকন করা যায়। কিন্তু কুয়াকাটা এবং সংলগ্ন এলাকায় সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের দৌরাত্ম্য এত বেশি যে তা পর্যটকদের জন্য ভীতিকর স্থান হিসেবে পরিগণিত হতে চলেছে। শনিবার পাঁচ পর্যটকের ওপর সন্ত্রাসীদের হামলা, শ্লীলতাহানি এবং সর্বস্ব লুটকে বিচ্ছিন্ন ঘটনা বলে ভাবার অবকাশ নেই। পর্যটন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের সবাই স্থানীয় প্রভাবশালী পরিবারের সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীও এ সংঘবদ্ধ অপরাধীদের কাছে অসহায়। পর্যটন কেন্দ্র হিসেবে কুয়াকাটার সম্ভাবনাকে গলা টিপে হত্যা করছে এসব সন্ত্রাসী। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বাদাবন সুন্দরবনের দেশ। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকতের অবস্থান বাংলাদেশের কক্সবাজারে। তিন পার্বত্য জেলার প্রাকৃতিক দৃশ্য সত্যিকার অর্থেই উপভোগ্য। সেন্টমার্টিন দ্বীপের সৌন্দর্যের কোনো তুলনা নেই বললেই চলে। পাঁচ হাজার বছরের প্রাচীন জনপদ এই গাঙ্গেয় বদ্বীপে পর্যটনের অসংখ্য সম্ভার থাকলেও বিদেশি পর্যটকরা এ দেশে যেসব কারণে আসতে অনুৎসাহী হয় নিরাপত্তাহীনতা তার মধ্যে প্রধান। দক্ষিণ এশিয়ায় পর্যটন ক্ষেত্রে বাংলাদেশের আয় সবচেয়ে কম। দেশের ভাবমূর্তির জন্যও এ নিরাপত্তাহীনতা সংকট সৃষ্টি করছে। আমরা আশা করব কুয়াকাটায় পর্যটকদের ওপর হামলা ও লুটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তারা কোন দলের লোক এটি বাধা হয়ে দাঁড়াবে না।

 

 

সর্বশেষ খবর