শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

টাইগারদের অবিস্মরণীয় সাফল্য

বসুন্ধরা সিমেন্ট টেস্ট ম্যাচে সফররত জিম্বাবুয়ে দলকে হোয়াইটওয়াশ করার পর পাঁচটি ওয়ানডে ম্যাচের দুটি হাতে রেখে সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল টাইগাররা। ওয়ানডে ম্যাচের তিন খেলাতেই টাইগাররা জিতেছে বিশাল ব্যবধানে। বসুন্ধরা সিমেন্ট ওয়ানডে ম্যাচের প্রথম তিনটি খেলার প্রতিটিতেই জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। শিশির সিক্ত মাঠে দ্বিতীয় স্কেলে বল করা সমস্যা হয়ে দাঁড়ায় এই তত্ত্বকে কাজে লাগাতে চাইলেও তা কোনো সুবিধা এনে দেয়নি জিম্বাবুয়েকে। গত এক বছরে ওয়ানডেতে টাইগাররা প্রথম জয় পেয়েছে চলতি সিরিজের খেলায়। পাঁচ খেলার তিনটিতে জয়ী হয়ে সিরিজ জয়ও নিশ্চিত করল তারা। বাকি দুটি খেলায় সফররত দলকে হারিয়ে হোয়াইট ওয়াশের আশাও টাইগাররা জিইয়ে রাখল দারুণভাবে। বাংলাদেশ দল তিন টেস্টের সবকটিতে জয়ী হয়ে টেস্ট পরিবারের র্যাংকিংয়ে জিম্বাবুয়েকে ডিঙিয়ে একধাপ এগিয়ে যেতে সক্ষম হয়েছে। টেস্ট সিরিজের পাশাপাশি ওয়ানডের সিরিজ জয় বাংলাদেশ দলের জন্য নিঃসন্দেহে এক বড় অর্জন। দীর্ঘদিন ছন্দহীন খেলায় আস্থার সংকটে ভুগছিল টাইগাররা। বসুন্ধরা সিমেন্ট টেস্ট ম্যাচে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ এবং ওয়ানডে ম্যাচের সিরিজ জয় টাইগারদের আস্থার সংকট কাটাতে সাহায্য করবে- এমনটিই আশা করা হচ্ছে। এ টেস্ট সিরিজের মাধ্যমে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সর্বকালের সেরা দুই অলরাউন্ডার ইমরান খান ও বোথামের পাশে নিজের নাম লিখিয়েছেন। আশা করা যায়, বসুন্ধরা সিমেন্ট টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের নজরকাড়া জয়ের ধারাবাহিকতা ওয়ানডে সিরিজে অব্যাহত থাকায় তা টাইগারদের আত্দবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের জন্য মন্দা সময় চলছিল। আত্দবিশ্বাসে বলীয়ান হয়ে ওঠার জন্য বসুন্ধরা সিমেন্ট টেস্ট ও ওয়ানডে ম্যাচের রাজকীয় জয় ভূমিকা রাখবে, এমনটিই প্রার্থিত। সারা জাতি বসুন্ধরা সিমেন্ট টেস্ট ও ওয়ানডে সিরিজে টাইগারদের জয়কে অভিনন্দিত করেছে। এ জয়কে আত্দপ্রসাদ হিসেবে না নিয়ে টাইগাররা এগিয়ে যাওয়ার প্রত্যয় হিসেবে নেবে- আমরা তা-ই দেখতে চাই।

টাইগারদের আমাদের অভিনন্দন।

সর্বশেষ খবর