শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

কাঠমান্ডু ঘোষণা

হিমালয় কন্যা নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলন শেষ হয়েছে ৩৬ দফা ঘোষণার মাধ্যমে। ১৮তম শীর্ষ সম্মেলনের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলো সহযোগিতার নতুন এক সোপানে নিজেদের উন্নীত করতে সক্ষম হবে এমনটিই আশা করা হচ্ছিল বোদ্ধাজনদের পক্ষ থেকে। এ সার্ক শীর্ষ সম্মেলনে সড়ক ও রেলপথে সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ এবং বিদ্যুৎ খাতে সহযোগিতার পথ উন্মোচনে তিনটি চুক্তি স্বাক্ষরিত হবে এমনটিই আশা করা হচ্ছিল। তবে চুক্তির ব্যাপারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এ যুক্তি তুলে পাকিস্তানের পক্ষ থেকে আপত্তি তোলা হয়। এ আপত্তিতে অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনের গুরুত্ব তাৎপর্যহীন হয়ে ওঠার আশঙ্কা দেখা দেয়। শেষ মুহূর্তে সার্ক শীর্ষ নেতাদের হস্তক্ষেপে বিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়। রেল ও সড়কপথে যোগাযোগের জন্য চুক্তি সম্পাদনের গাইডলাইনও নির্ধারণ করা সম্ভব হয়। সার্কের অষ্টাদশ শীর্ষ সম্মেলনের ৩৬ দফা ঘোষণায় দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সহযোগিতা জোরদারে অর্থনৈতিক ইউনিয়ন গড়ে তোলার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। কাঠমান্ডু সম্মেলনের ৩৬ দফা ঘোষণায় দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা এবং উন্নতির জন্য পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সার্ক শীর্ষ নেতারা বাণিজ্য, বিনিয়োগ, অর্থ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং সংস্কৃতির ক্ষেত্রে বাস্তবসম্মত, সময়োপযোগী এবং অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার ব্যাপারেও একমত হয়েছেন। ৩৬ দফা ঘোষণায় একটি মুক্তবাণিজ্য অঞ্চল, একটি শুল্ক ইউনিয়ন, একটি যৌথ বাজার এবং একটি যৌথ অর্থনৈতিক এবং মুদ্রাবিষয়ক ইউনিয়ন গঠনের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া অর্থনৈতিক ইউনিয়নকে পরিকল্পিতভাবে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করা হয়েছে। অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনের প্রাক্কালে বহুল আলোচিত তিনটি চুক্তির ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেওয়ায় যে হতাশার সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে বিদ্যুৎ সম্পর্কিত চুক্তি সম্পাদন এবং সড়ক ও রেল যোগাযোগের চুক্তিতে আরও আলাপ-আলোচনার পথ খোলা রাখার মাধ্যমে। সার্ককে অর্থনৈতিক ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠার আশাবাদ এ শীর্ষ সম্মেলনের সব চেয়ে বড় অর্জন। দক্ষিণ এশিয়ায় বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ মানুষের বসবাস। পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি হলে এ এলাকা বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্রে পরিণত হবে। দারিদ্র্য মোচনেও অর্জিত হবে কাঙ্ক্ষিত সাফল্য।

সর্বশেষ খবর