বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

তালেবান নৃশংসতা

পাকিস্তানের একটি স্কুলে তালেবান হামলায় অন্তত ১৪১ জন নিহত হয়েছে। তাদের ১৩২ জনই শিশু। আহতের সংখ্যা ১২৫ জন এবং তাদেরও সিংহভাগ শিশু, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তানের পেশোয়ার নগরীর সেনানিবাসে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবানরা এ আত্দঘাতী হামলা চালায়। ছয় বা সাতজন তালেবান জঙ্গি সেনাবাহিনীর পোশাক পরে দেয়াল টপকিয়ে স্কুলে ঢুকে শিশু শিক্ষার্থী এবং শিক্ষকদের অস্ত্রের মুখে জিম্মি করে। মানুষবেশী পিশাচরা একজন শিক্ষকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং প্রায় পাঁচশ শিশুকে তা দেখতে বাধ্য করে। তারপর শুরু হয় নৃশংস হত্যাকাণ্ড। বোমার বিস্ফোরণ ঘটিয়ে শিশুদের এক বড় অংশকে হত্যা করা হয়। পরবর্তীতে যাকেই তারা নড়াচড়া করতে দেখেছে এবং বেঁচে আছে বলে সন্দেহ করেছে তার ওপর গুলি চালানো হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে হামলাকারী তালেবানদের সবাইকে হত্যা করে প্রায় সাড়ে তিনশ শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়। যাদের মধ্যে ১২৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। ১৬ ডিসেম্বর পাকিস্তানিদের জন্য একটি শোকের দিন, জাতীয় লজ্জার দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর প্রায় এক লাখ সদস্য মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর কাছে আত্দসমর্পণ করতে বাধ্য হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে দখলদার পাকিস্তানি বাহিনীর লজ্জাজনক পরাজয় ও আত্দসমর্পণের ৪৩তম বার্ষিকীতে পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা সৃষ্ট তালেবান জঙ্গিদের হামলায় সেনাপরিচালিত স্কুলের প্রায় দেড়শ শিক্ষার্থী ও শিক্ষক হত্যার ঘটনাকে বিশ্ব নেতৃবৃন্দ মানবতার জন্য একটি অন্ধকার ঘটনা বলে অভিহিত করেছেন। পেশোয়ার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এটিকে জাতীয় ট্র্যাজেডি হিসেবে অভিহিত করেছেন এবং তিন দিনব্যাপী জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন। তালেবানদের মদদদাতা হিসেবে পরিচিত তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান পেশোয়ার হত্যাকাণ্ডের প্রেক্ষিত তার দলের ১৮ ডিসেম্বরের পূর্ব ঘোষিত সরকারবিরোধী বিক্ষোভ কর্মসূচি বাতিল করেছেন। প্রায় দেড়শ শিশু হত্যার মাধ্যমে তালেবানরা প্রমাণ করেছে চেহারায় তারা মানুষ হলেও কল্পকথার পিশাচদের চেয়েও ঘৃণ্য জীব। এ তালেবান নৃশংসতা জঙ্গিবাদের বিরুদ্ধে মনুষ্য চেতনায় বিশ্বাসী সব মানুষের ঐক্য প্রতিষ্ঠার তাগিদ সৃষ্টি হয়েছে। শিশু হত্যাকারী মানবতার শত্রু জঙ্গিবাদের প্রতি আমাদের ঘৃণা।

সর্বশেষ খবর