রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
ধর্ম

অহঙ্কারীরা জান্নাতে যেতে পারবে না

মাওলানা আবদুর রশীদ

হজরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অণু পরিমাণও অহঙ্কার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি বলল, মানুষ চায় যে, তার পরিধেয় বস্ত্র সুন্দর হোক, তার জুতা জোড়া সুন্দর হোক। তিনি বলেন, আল্লাহ সৌন্দর্যময় এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা হচ্ছে অহঙ্কার। (মুসলিম থেকে মিশকাতে)

অহংবোধ সমাজের অপর মানুষকে অবজ্ঞা করার শামিল। যারা অহঙ্কারী তারা সামাজিক ঐক্যের অন্তরায় হয়ে দাঁড়ায়। সব মানুষ যেহেতু আল্লাহর সৃষ্টি, সেহেতু তার কোনো সৃষ্ট জীবের প্রতি অবজ্ঞা প্রদর্শন স্রষ্টার কাম্য হতে পারে না। যে কারণে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের অহংবোধ থেকে মুক্ত থাকার তাগিদ দিয়েছেন। বৈধ সীমার মধ্যে অবস্থান করে কোনো ব্যক্তি যদি নিজের পদমর্যাদা অনুযায়ী পোশাক ও বাড়িঘরে সৌন্দর্য অবলম্বন করে তবে তাকে গর্ব-অহঙ্কারের অপবাদ দেওয়া যাবে না। পার্থিব আরাম-আয়েশ ও ভোগ-বিলাসে মত্ত হয়ে আল্লাহর অধিকার এবং মানুষের অধিকার পদদলিত করার নাম হচ্ছে অহঙ্কার। যা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে।

ইসলাম বিলাসিতা বর্জনের তাগিদ দেয়। কিন্তু তার অর্থ আত্দনিগ্রহ নয়। সেটি কোনো গ্রহণযোগ্য পথ নয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত হাদিসটিই তার প্রমাণ। আবুল আহওয়াস (রা.) থেকে তার পিতার পিতা সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি খুবই নিম্নমানের পোশাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তিনি আমাকে বলেন, তোমার কি ধনসম্পদ আছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, কী ধরনের সম্পদ? আমি বললাম, উট, গরু, ঘোড়া, মেষ-বকরি, দাস-দাসী, যাবতীয় প্রকারের মাল আল্লাহ আমাকে দান করেছেন। তিনি বলেন, আল্লাহ যখন তোমাকে ধন-সম্পদ দান করেছেন তখন তার নিয়ামত ও অনুগ্রহের নিদর্শন অবশ্যই তোমার দেহে প্রকাশ পাওয়া উচিত। (নাসাঈ থেকে মিশকাতে)

আত্দনিগ্রহ থেকে দূরে থাকা বা নীচ মানসিকতা দূরীভূত করাই উপরোক্ত হাদিসের লক্ষ্য। এই নীচ মানসিকতা আল্লাহর দেওয়া সুযোগ-সুবিধার প্রতি অকৃতজ্ঞতার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু নিয়ামতের নিদর্শন প্রকাশ করতে গিয়ে এতটা বাড়াবাড়িও করা যাবে না, যা অহঙ্কার, প্রদর্শনী ও অপচয়ে লিপ্ত হওয়ার পর্যায়ে পড়ে।

লেখক : ইসলামী গবেষক।

 

সর্বশেষ খবর