রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

শাহ আব্বাসের কৃতিত্ব

পারস্যের সাফাভী বংশের পরাক্রমশালী শাহ আব্বাস শুধু সর্বশ্রেষ্ঠ নৃপতিই ছিলেন না, বরং সমসাময়িক এশিয়ার ইতিহাসের অন্যতম আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিলেন। তরুণ বয়সে বিশাল সাফাভী বংশের শাসনভার লাভ করে তিনি সর্বপ্রথম অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দূর করে রাজ্যে স্থিতিশীলতা আনয়নের চেষ্টা করেন। তিনি বলিষ্ঠ চিত্তে দুটি বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করে পারস্যের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখেন। এই দুই প্রতিদ্বন্দ্বী শক্তি ছিল অটমান তুরস্ক এবং মধ্য এশিয়ার উজবেক সম্প্রদায়। তিনি সমরক্ষেত্রে যেরূপ নৈপুণ্য প্রদর্শন করেন অনুরূপ শান্তি প্রতিষ্ঠায়ও আগ্রহী ছিলেন। এ কারণে তিনি দুবার তুর্কি সুলতানের সঙ্গে সন্ধি স্থাপন করেন। তার অন্যতম প্রধান কৃতিত্ব ছিল অভ্যন্তরীণ ও বৈদেশিক শত্রুদের হাত থেকে পারস্যকে রক্ষা করা। এ কারণে তিনি তার অভিভাবক কিজিলবাস গোত্রের প্রভাবশালী নেতা মুর্শিদ কুলীকে গুপ্তঘাতক দ্বারা হত্যা করতেও দ্বিধা করেননি। সব বিদ্রোহ নিমূল করে তিনি দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। সিংহাসনে আরোহণ করে শাহ আব্বাস উপলব্ধি করেন, দেশের নিরাপত্তার স্বার্থে একটি শক্তিশালী বেতনভুক্ত এবং নিয়মিত সেনাবাহিনী প্রয়োজন।

 

 

সর্বশেষ খবর