রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

আমরা শোকাহত

পবিত্র কাবা ও মসজিদে নববীর হেফাজতকারী সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ৯০ বছর বয়সে শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবারই দুনিয়ার সবচেয়ে ধনাঢ্য শাসককে ধর্মীয় রীতি অনুযায়ী সাদামাটাভাবে দাফনও করা হয়েছে। বাদশাহ আবদুল্লাহ না ফেরার দেশে চলে গেছেন পরিণত বয়সে। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে যুবরাজ সালমান বিন আবদুল আজিজই বাদশাহর পক্ষে শাসন কাজ চালাতেন। তারপরও বাদশাহ আবদুল্লাহর ইন্তেকাল বিশ্ব রাজনীতিতে বড় ধরনের শূন্যতা সৃষ্টি করেছে। রক্ষণশীল সৌদি সমাজ ও রাজপরিবারে আবদুল্লাহ ছিলেন একজন ব্যতিক্রমধর্মী বাদশাহ। যিনি ছিলেন পূর্ববর্তী যে কোনো বাদশাহর চেয়ে আধুনিক মনস্ক ও উদার। সৌদি সমাজে সংস্কারের ক্ষেত্রে উদার দৃষ্টিভঙ্গির জন্য তার নাম ইতিহাসে অমর হয়ে থাকবে। বাদশাহ আবদুল্লাহর মৃত্যু শুধু সৌদি আরব নয়, বিশ্বজুড়ে গভীর শোকের ছায়া বিস্তার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ওবামা মরহুম বাদশাহর ভূয়সী প্রশংসা করে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা সৌদি বাদশাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। দুটি পবিত্র মসজিদের হেফাজতকারী ও মুসলিম উম্মাহর অভিভাবকের দায়িত্ব পালনকারী বাদশাহ আবদুল্লাহর ইন্তেকালে গতকাল বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় তার প্রতি শোক প্রকাশের অকৃত্রিম অভিব্যক্তি হিসেবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ শোক প্রকাশের জন্য গতকালই রিয়াদের উদ্দেশে রওনা হয়েছেন। বাদশাহ আবদুল্লাহকে বলা যায় সৌদি রাজপরিবারের সবচেয়ে সাহসী সদস্য। রক্ষণশীল দেশে তিনি নারীদের ভোটাধিকার দেওয়ার সাহস দেখিয়েছেন। মধ্যপ্রাচ্যে চারদিকে জঙ্গিবাদের থাবা থেকে তিনি নিজ দেশকে মুক্ত রাখতে সাফল্যের পরিচয় দিয়েছেন। দুনিয়ার সবচেয়ে রক্ষণশীল মুসলিম দেশ হিসেবে পরিচিত সৌদি আরবের এই মরহুম শাসক ভ্যাটিকান সফর করে ধর্মীয় ক্ষেত্রে উদারপন্থি নীতি অনুসরণের দৃষ্টান্ত রেখেছেন। স্বদেশে ভিন্নধর্মাবলম্বীদের জন্য উপাসনাগার নির্মাণের অনুমতি দিয়েছেন তিনি। মুসলিম বিশ্ব যখন জঙ্গিবাদ বা উগ্রপন্থার থাবায় বিপর্যস্ত হয়ে উঠছে তখন বাদশাহ আবদুল্লাহর মতো একজন দূরদৃষ্টিসম্পন্ন অভিভাবকের ইন্তেকাল গভীর শূন্যতার সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হওয়ার নয়। আমরা আশা করব তার যোগ্য উত্তরসূরি নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ পূর্বসূরির বিজ্ঞচিত সংস্কারমূলক কার্যক্রম এগিয়ে নেবেন। বাদশাহ আবদুল্লাহর মৃত্যুতে আমরা গভীর শোক এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।

 

 

সর্বশেষ খবর