শিরোনাম
সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
ধর্মতত্ত্ব

ইসলামে সংলাপ ও সম্প্রীতি

মাওলানা সেলিম হোসাইন আজাদী

সব সমস্যা সমাধানে পরামর্শ বা সংলাপই সমাধানের মূল ভিত্তি। সংলাপ বা পরামর্শ ছিল হুজুর (সা.)-এর ও সাহাবিদের জীবনের মূল নীতি। কোনো সমস্যার মুখোমুখি হলেই হুজুুর (সা.) সাহাবিদের নিয়ে পরামর্শে বসে যেতেন। কোরআনেও পরামর্শের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহতায়ালা বলেন, '(হে নবী) আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন। (পরামর্শের পর) যদি আপনি কোনো বিষয়ে দৃঢ় হোন তাহলে আল্লাহর ওপর ভরসা করুন।' শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য হুজুর (সা.) তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে সংলাপের গুরুত্ব দিয়েছেন। হুজুর (সা.) বলেন, 'তোমরা পরস্পর সম্পর্ক ছিন্ন কর না, পরস্পর ছিদ্রান্বেষণ কর না, পরস্পর ঈর্ষা কর না, পরস্পর হিংসা কর না, আল্লাহর বান্দারা পরস্পর ভাই ভাই হয়ে যাও (সহিহ বুখারি)। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্যায়ভাবে মানুষ হত্যা করা থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি ঘোষণা করেছেন। তিনি বলেন, 'মস্ত বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, পিতা-মাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া।' (সহিহ বুখারি ও মুসলিম)। অন্য এক হাদিসে রয়েছে, 'বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণার পাত্র।' (সহিহ বুখারি ও মুসলিম)। অনিষ্টকারীদের সঙ্গে সঙ্গে তিনি কল্যাণকামীদের জন্যও সুসংবাদ ঘোষণা করেছেন। 'মানুষের মধ্যে সর্বাধিক ভালো মানুষ সে, যে মানুষের কল্যাণ সাধন করে এবং মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ সে, যে মানুষের ক্ষতি করে।' হুজুর (সা.) নবুওত প্রাপ্তির পর বিরোধীদের সঙ্গে চাচা আবু তালিবের মধ্যস্থতায় সংলাপ করেছেন। হিজরতের পর তিনি মদিনায় যে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করেন তাও সংলাপের মাধ্যমে এবং মদিনা সনদ নামে পৃথিবীর প্রথম লিখিত যে সংবিধান রচনা করেন তাও সংলাপের মধ্য দিয়ে হয়েছিল। ইসলামের ইতিহাসেও দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক সংকট মোকাবিলায় সংলাপের বিশেষ ভূমিকা ছিল। সংলাপের জন্যই ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি সম্পন্ন হয়। হুদায়বিয়ার সন্ধি ছিল পরবর্তী মুসলিম উম্মাহর জন্য এক রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় উত্তম দৃষ্টান্ত। যেখানে যুদ্ধের প্রান্তসীমায় পৌঁছেও সন্ধি ও সংলাপের মাধ্যমে মক্কা ও মদিনাবাসীর মধ্যে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছিল। ফিরে এসেছিল মক্কা-মদিনায় মুসলিম-অমুসলিমদের মাঝে শান্তি-সম্প্রীতি।

লেখক : বিশিষ্ট মোফাচ্ছেরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব ও খতিব : হাতিরপুল বায়তুল মোমিন জামে মসজিদ, ৭/৮ ফ্রি স্কুল স্ট্রিট, ধানমন্ডি, ঢাকা।

[email protected]

 

সর্বশেষ খবর