সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
বিচিত্রিতা

গরিবদের প্রতি যত্নবান হওয়ার তাগিদ দিয়েছিলেন হজরত আলী (রা.)

সুশাসনের ক্ষেত্রে ইসলামী খেলাফতকে উদাহরণ হিসেবে অভিহিত করা যায়। প্রথম চার খলিফা সমাজের গরিব লোকদের ভাগ্যোন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। চতুর্থ খলিফা হজরত আলী (রা.) মিসরের আমির মালিক আশতারের কাছে চিঠি লিখে সুশাসন এবং গরিব লোকদের প্রতি যত্নবান হওয়ার তাগিদ দেন। চিঠিতে তিনি লিখেছেন- যাদের ইখতিয়ারে জীবনধারণের নূ্যনতম উপকরণ নেই, দরিদ্র, অসহায়, কপর্দকহীন ও অক্ষম প্রভৃতি সমাজের নিম্ন শ্রেণির লোকের ক্ষেত্রে আল্লাহর কথা মনে রাখবে। কারণ এ শ্রেণির মধ্যেই রয়েছে তারা যারা অপরিতৃপ্ত ও যারা অন্যের কাছে হাত পাতে। আল্লাহতায়ালা তাদের ব্যাপারে যে দায়িত্ব দিয়েছেন তার কারণে সে ব্যাপারে যত্নবান হও। কারণ এ জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। সরকারি তহবিল থেকে এবং জমির ফসল থেকে তাদের জন্য একটি অংশ নির্ধারণ করে দাও।... এরা হচ্ছে সেই লোক যাদের দায়িত্ব তোমার ওপর অর্পিত হয়েছে। সুতরাং বিলাসী জীবন যেন তোমাকে তাদের থেকে দূরে সরিয়ে নিয়ে না যায়। বড় বড় সমস্যা সম্পর্কে তোমাকে সিদ্ধান্ত নিতে হয়- এ যুক্তিতে তুমি ছোট ছোট বিষয়াদির দায়িত্ব থেকে রেহাই পাবে না। সুতরাং তাদের ব্যাপারে অমনোযোগী হয়ো না এবং আত্দশ্লাঘার কারণে তাদের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না। মানুষ যাদের নীচু মনে করে তাদের মধ্য থেকে যারা তাদের অস্তিত্ব চোখে না পড়ার কারণে তোমার কাছে আবেদন জানাতে আসতে পারে না তাদের প্রতি মনোযোগ দাও। তাদের খোঁজখবর নেওয়ার জন্য এমন কতক বিশ্বস্ত ও নির্ভরযোগ্য লোককে দায়িত্ব দাও যারা আল্লাহকে ভয় করে ও বিনয়ী। তারা এ ধরনের লোকদের অবস্থা সম্পর্কে তোমাকে অবগত করবে। অতঃপর, যেদিন তোমাকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে সেদিনের জবাবদিহিতার কথা স্মরণ রেখে তুমি তাদের সঙ্গে আচরণ করবে। কারণ তোমার শাসনাধীন লোকদের মধ্যে এ লোকরাই সমতাভিত্তিক আচরণের সবচেয়ে বড় হকদার। তবে সেই সঙ্গে তোমাকে অন্যদের অধিকারও আদায় করতে হবে। কারণ এ জন্যও তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই এতিম ও বৃদ্ধদের ব্যাপারে যত্নবান হও যাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ নেই, অথচ তারা মানুষের কাছে হাত পেতে বেড়ায় না। -শাকিল জাহান

সর্বশেষ খবর