মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

মিসরের লিখন পদ্ধতি

ফারাও যুগে মিসরে যে লিখন পদ্ধতি বা হায়ারোগ্লিফিক উদ্ভাবিত হয়, তা সাধারণত ডানদিক হতে লেখা হতো। তবে বামদিক হতে লেখা নিদর্শন কিছু কিছু পাওয়া গেছে। প্রাচীন মিসরীয় ভাষার সঙ্গে ওই লিপির বা হায়ারোগ্লিফিকের হুবহু মিল ছিল। প্রাচীন মিসরে আরও দুটি লিপির প্রবর্তন হয়েছিল বলে জানা গেছে। এ লিপিদ্বয়ের একটি হেরাটিক লিপি এবং অপরটি ডেমোটিক লিপি নামে অভিহিত হয়। এরা অবশ্য হায়ারোগ্লিফিক লিপিরই অপভ্রংশ। লিখনের ক্ষেত্রে ডিমোটিক লিপি বিশেষ জনপ্রিয়তা লাভ করে। কিন্তু হিরাটিক লিপির ব্যবহার ক্রমশ লোপ পায়। ডিমোটিক লিপি মিসরে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী হতে পঞ্চম শতাব্দী পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত ছিল। মিসরের লিখন পদ্ধতি প্রসঙ্গে রসেটা ফলকের উল্লেখ অবশ্যই করা দরকার। মিসরীয় লিপির পাঠোদ্ধারের কাজে ফলকটির বিশেষ ভূমিকা রয়েছে। প্রাচীন মিসরীয়রা তাদের লেখার কাজে ব্যবহার করার জন্য এক প্রকার কাগজ তৈরি করতে জানত। প্যাপিরাস নামক এক প্রকার ঘাস দ্বারা তারা কাগজ প্রস্তুত করত। তাদের তৈরিকৃত কাগজের নিদর্শন ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। কাগজ তৈরি করেই তারা ক্ষান্ত ছিল না, প্রাচীন মিসরবাসী লেখার জন্য দোয়াত এবং কলমও তৈরি করত।

 

সর্বশেষ খবর