বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
ব্যক্তিত্ব

জর্জ বার্নার্ড শ\\\'

জর্জ বার্নার্ড শ\\\'

বুদ্ধিবৃত্তিক জগতের অন্যতম দিকপাল খ্যাতনামা নাট্যকার এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্সে অন্যতম প্রতিষ্ঠাতা জর্জ বার্নার্ড শ' ১৮৫৬ সালের ২৬ জুলাই আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালের ২ নভেম্বর ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারে পরলোকগমন করেন। সাহিত্য সমালোচনা এবং সংগীতবিষয়ক লেখালেখির পাশাপাশি নাটকেও তার পরম উৎকর্ষের বিকাশ ঘটে। বিদ্যমান সামাজিক সমস্যাগুলো বার্নার্ড শ' হাস্যরসের ছদ্মাবরণে নিখুঁতভাবে তুলে ধরেন বিভিন্ন সময়ে লিখিত ৬০টিরও অধিক নাটকে।

অধিকাংশ লেখাতেই শ্রমজীবী মানুষের শোষণের বিরুদ্ধে তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। একজন কট্টর সমাজতান্ত্রিক হিসেবে ফ্যাবিয়ান সোসাইটির পক্ষে অনেক বক্তৃতা ও পুস্তিকা রচনা করেন তিনি। বার্নার্ড শ' একমাত্র গুণীব্যক্তিত্ব যিনি যুগপৎ সাহিত্যে নোবেল (১৯২৫) এবং অস্কার (১৯৩৮) পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কার গ্রহণে অনীহা সত্ত্বেও স্ত্রীর পীড়াপীড়িতে শেষ পর্যন্ত তা গ্রহণে বাধ্য হন। আর্থিক পুরস্কার তিনি নেননি বরং সুইডিশ বইগুলোকে ইংরেজিতে অনুবাদ করার জন্য ওই অর্থ ব্যয়ের অনুরোধ করেন তিনি। ওয়েসলিয়েন কনেঙ্নাল স্কুলে কিছুদিন পড়াশোনা করেন। পরবর্তী সময়ে ডাবলিনের সেন্ট্রাল মডেল স্কুলে পড়াশোনা করেন এবং ১৮৯৮ সালে তিনি শার্লট পেইন টাউনশেড নামে এক রমণীকে বিয়ে করেন।

 

সর্বশেষ খবর