শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

এমআরপি চ্যালেঞ্জ

আগামী ১০ মাসের মধ্যে বিদেশে অবস্থানরত ৮৫ লাখ নাগরিকের মধ্যে ৭২ লাখ প্রবাসীকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বা এমআরপি সরবরাহ করা না গেলে সংশ্লিষ্টরা বিপাকের সম্মুখীন হবে। চলতি বছরের ২৫ নভেম্বর থেকে এমআরপি ছাড়া অন্য সব ধরনের পাসপোর্ট যেহেতু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না সেহেতু যে সব প্রবাসীর কাছে এ ধরনের পাসপোর্ট থাকবে না তাদের পক্ষে বিদেশে থাকা শুধু নয়, দেশে ফেরাও জটিল হয়ে পড়বে। বিদেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় ৮৫ লাখ। ২০১০ সালের ১ এপ্রিল থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও চার বছরে মাত্র ১৩ লাখ প্রবাসীকে তা দেওয়া সম্ভব হয়েছে। আগামী ১০ মাসে বাদবাকি ৭২ লাখ প্রবাসীকে এমআরপি দেওয়া সম্ভব হবে কিনা সে প্রশ্নটি এখন বড় মাপে সরকারের নীতি নির্ধারকদেরও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্মর্তব্য, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ১৯০টি দেশের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী, ২০১৫ সালের ২৪ নভেম্বরের পর থেকে হাতে লেখা পাসপোর্ট কোনো দেশে গ্রহণযোগ্য হবে না। ১৮ বছর আগে এই সময়সীমা নির্ধারণ করা হয়। বাংলাদেশও ১৯৯৮ সালে এ চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু সময়মতো এমআরপি দেওয়ার ব্যবস্থা না নেওয়ায় এখন কঠিন চ্যালেঞ্জে পড়তে হচ্ছে। ২০১০ সালের ১ এপ্রিল এমআরপি প্রকল্প শুরু করা হলেও সে কাজে গতি না থাকায় বিপর্যয় অনিবার্য হয়ে উঠছে। দেশের অভ্যন্তরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত কাজ কিছুটা এগোলেও বিদেশের মিশনগুলোতে এমআরপি কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। সবমিলিয়ে গত চার বছরে বিদেশে ৫৫টি মিশন থেকে মাত্র ১৩ লাখ ৪ হাজার এমআরপি বিতরণ সম্ভব হয়েছে। এর চেয়ে ছয় গুণ অর্থাৎ ৭২ লাখ পাসপোর্ট সরবরাহ সম্পন্ন করতে হবে ১০ মাসে। সৌদি আরবে ২২ লাখ প্রবাসী বাংলাদেশির মধ্যে এমআরপি পেয়েছে ৩ লাখ ৩০ হাজার, আমিরাতে ২০ লাখের মধ্যে ৪ লাখ ৬৯ হাজার, মালয়েশিয়ায় ৬ লাখের মধ্যে ৯৭ হাজার, ওমানে ৬ লাখের মধ্যে ৬২ হাজার, সিঙ্গাপুরে ৫ লাখের মধ্যে ৫৫ হাজার, কুয়েতে ৪ লাখের মধ্যে ১ লাখ ১৯ হাজার, কাতারে ৩ লাখের মধ্যে ২২ হাজার, বাহরাইনে ২ লাখের মধ্যে ৪০ হাজার, ইতালির ১ লাখের মধ্যে ১ হাজার ৫০০ জন এযাবৎ এমআরপি পেয়েছে। বাদবাকি প্রবাসীদের সময়মতো এমআরপি সরবরাহের বিষয়টি সরকারকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। এ জন্য বিদেশি মিশনগুলোতে বাড়তি জনবল নিয়োগ করে আউট সোর্সিংয়ের মাধ্যমে এমআরপি বিতরণের উদ্যোগ নিতে হবে।

সর্বশেষ খবর