শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

অ্যামনেস্টির উদ্বেগ

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার লন্ডনে বার্ষিক প্রতিবেদন প্রকাশকালে সংগঠনটির দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক অবরোধে গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও আগুনে মানুষ পুড়িয়ে মারার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে অপরাধমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করে নাশকতাকারীদের বিচার দাবি করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক বলেছেন, নাশকতার সময় হাতেনাতে গ্রেফতারকৃতদের অধিকাংশই বিএনপির কর্মী। তার মতে, আগুন-হামলা থেকে কর্মীদের বিরত রাখতে বিএনপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া উচিত এবং এ ধরনের কর্মকাণ্ডে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা উচিত। অবরোধ ও হরতাল পালনের নামে একের পর এক মানুষ পুড়িয়ে মারার ঘটনা যখন ঘটে চলছে তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য প্রাসঙ্গিকতার দাবিদার। পেট্রলবোমায় এ পর্যন্ত কয়েকশ লোকের হতাহত হওয়ার ঘটনা ঘটলেও দেশের মানবাধিকার সংগঠনগুলো কার্যত নির্বিকার। রাজনৈতিক মতলব পূরণের জন্য গড়ে ওঠা কোনো কোনো দেশীয় মানবাধিকার সংগঠন মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হতে ব্যর্থ হলেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ক্ষেত্রে সঠিক অবস্থান নিতে সক্ষম হয়েছে। আমরা এ কলামে বার বার বলেছি, সরকারবিরোধী আন্দোলনের নামে যারা জনগণকে জিম্মি করে ফায়দা লোটার চেষ্টা করছে তারা কার্যত ভুল পথে চলছে। হরতাল-অবরোধের নামে যারা সাধারণ মানুষের যানবাহনে চলাচলের অধিকার কেড়ে নিতে পেট্রলবোমা ছুড়ে মারছে তাদের কর্মকাণ্ডকে রাজনৈতিক আন্দোলন বলে ভাবার কোনো অবকাশ নেই। এটি মানবাধিকারের জঘন্য লঙ্ঘন এবং এর সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের বিচারের আওতায় আনা উচিত। এ দেশের মানবাধিকার সংগঠনগুলোকেও এ ব্যাপারে সোচ্চার হতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছ থেকে তারা এ বিষয়ে শিক্ষা নিলেই ভালো করবেন।

সর্বশেষ খবর