সোমবার, ৯ মার্চ, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

ঘুরীর দূরদর্শিতা

মুহম্মদ ঘুরী ছিলেন তার সময়কার একজন শ্রেষ্ঠ শাসক। তিনি ছিলেন সুশাসক ও খ্যাতিমান বীর। দেশ শাসনে এবং অভিযান পরিচালনে তিনি দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। মুহম্মদ ঘুরী স্পষ্টভাবে ভারতের দুর্দশাগ্রস্ত রাজনৈতিক পরিস্থিতি অনুধাবন করতে পেরেছিলেন এবং সেখানে সাম্রাজ্য প্রতিষ্ঠায় আগ্রহী হন। ভারতে রাজ্য বিস্তার করাই ছিল তার অভিযানের মূল উদ্দেশ্য। তাই তার ভারত অভিযানের পশ্চাতে ঐতিহাসিকরা ধর্মান্ধতা ও অর্থলোলুপতার অভিযোগ আরোপ করেননি। ভারত অভিযানের ক্ষেত্রে মাহমুদ অপেক্ষা মুহম্মদ ঘুরীর নীতি ও উদ্দেশ্য ছিল ভিন্ন। মুহম্মদ ঘুরী ভারতে স্থায়ী রাজ্য প্রতিষ্ঠার জন্য প্রথম হতেই সচেষ্ট ছিলেন।

তিনি তার অধিকৃত অঞ্চলগুলোকে সংঘবদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন। মধ্যযুগের ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্যের গোড়াপত্তন করা কম কৃতিত্বের কথা নয়। এদিক দিয়ে মাহমুদের তুলনায় মুহম্মদ ঘুরী নিঃসন্দেহে অধিকতর কৃতিত্বের দাবিদার।

সর্বশেষ খবর