রবিবার, ২৯ মার্চ, ২০১৫ ০০:০০ টা

লাঙ্গলবন্দ ট্র্যাজেডি

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের পুরনো ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নানের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১০ পুণ্যার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতদের সাতজনই নারী। শুক্রবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড ভিড়ে এক নারী পুণ্যার্থী সংজ্ঞা হারালে তাকে উদ্ধারের সময় শুরু হয় ধাক্কাধাক্কি। একপর্যায়ে লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করলে ১০ জন পদদলিত হয়ে প্রাণ হারান। প্রতিবছরের মতো এবারও লাঙ্গলবন্দের পুণ্যস্নানে সারা দেশ থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। ধর্মীয় রীতি অনুযায়ী এ বছর স্নানের লগ্ন ছিল অন্য বছরের চেয়ে তুলনামূলকভাবে কম। ফলে স্নানের প্রতিটি ঘাটে ছিল মাত্রাতিরিক্ত ভিড়। স্বেচ্ছাসেবকদের সংখ্যাও ছিল নগণ্য। ফলে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও হাজার হাজার পুণ্যার্থী এসেছিলেন পুণ্যস্নানের মাধ্যমে নিজেদের পবিত্রময় করে তুলতে। তাদের ১০ জন লাশ হয়ে ফিরলেন স্বজনদের মাঝে। লাঙ্গলবন্দে পুণ্যস্নান উপলক্ষে প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থীর সমাবেশ ঘটছে বছরের পর বছর ধরে। কিন্তু পুণ্যার্থীদের চলাচল কিংবা স্নানের কোনো সুষ্ঠু ও নিরাপদ ব্যবস্থা নেই। লাঙ্গলবন্দের পুণ্যস্নানের ইতিহাসে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা এটি প্রথম হলেও সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে দুর্ঘটনা যে এড়ানো যেত তা সহজেই বোধগম্য। দুর্ঘটনায় ১০ পুণ্যার্থীর প্রাণহানির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন কারণ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন। আমরা আশা করব তদন্ত কমিটি গঠন করেই কর্তৃপক্ষ তাদের কর্তব্য শেষ করবে না বরং লাঙ্গলবন্দের পুণ্যস্নান উৎসব যাতে সুষ্ঠুভাবে পালন করা যায় তা নিশ্চিত করতে জেলা প্রশাসন সম্ভাব্য সব পদক্ষেপই গ্রহণ করবে। ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে মানুষের ধর্মীয় ভাবাবেগ ও স্পর্শকাতরতা জড়িত। নাগরিকরা তাদের নিজ নিজ ধর্ম নিরাপদভাবে পালন করবে এটি তাদের অধিকার। এই অধিকার রক্ষায় পুণ্যার্থীদের প্রতি সরকার সহযোগিতার হাত বাড়াবে এমনটিই প্রত্যাশিত।

সর্বশেষ খবর