রবিবার, ২৯ মার্চ, ২০১৫ ০০:০০ টা

বিমানের অভ্যন্তরীণ রুট

দেশের পাঁচটি অভ্যন্তরীণ রুটে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ এপ্রিল শাহজালাল বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ ফ্লাইটের উদ্বোধন করবেন এবং পরদিন থেকে শুরু হবে ফ্লাইট কার্যক্রম। ঢাকার সঙ্গে কক্সবাজার, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশালের ফ্লাইট আবারও চালু করার সিদ্ধান্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে উৎসাহের সৃষ্টি করেছে। বর্তমানে এসব রুটে বেসরকারি বিমান সংস্থাগুলোর ফ্লাইট থাকলেও তা নিয়মিত নয়। লোকশানের কারণে বিমানের সব অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এলাকাবাসী ও সংসদ সদস্যদের দাবির মুখে অভ্যন্তরীণ ফ্লাইট আবারও চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে মিসর থেকে দুটি টার্বো প্রোপেলার ড্যাস-৮ উড়োজাহাজ পাঁচ বছর মেয়াদে লিজ নেওয়া হয়েছে। ৬ এপ্রিল অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রা শুরু হবে শাহজালাল থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর অভিমুখে। লোকশানের অজুহাতে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ছিল উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর শামিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অব্যবস্থাপনার কারণে। অভ্যন্তরীণ হোক আর আন্তর্জাতিক রুটে হোক অব্যবস্থাপনার ভূত ঘাড় থেকে না নামাতে পারলে লোকসান বিমানের নিয়তির লিখন হিসেবেই থেকে যাবে। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য উড়োজাহাজ লিজ নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে প্রশ্ন সৃষ্টি করেছে। সমালোচকরা বলেছেন, উড়োজাহাজের জন্য পাঁচ বছর যে ভাড়া গুনতে হবে তা দিয়ে নতুন উড়োজাহাজই কেনা সম্ভব। বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট যেসব কারণে অলাভজনক হয়ে পড়েছিল সেগুলোও খতিয়ে দেখতে হবে। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থার টিকিট পাওয়া সাধারণ যাত্রীদের জন্য যে ক্ষেত্রে দুষ্কর হয়ে পড়ত সে ক্ষেত্রে প্রতিটি ফ্লাইটে বেশ কিছু আসন শূন্য থাকত ভিআইপিদের বুকিংয়ের কারণে। অনেক ক্ষেত্রে সিট বুকিং করে ভ্রমণ না করায় শূন্য আসনের জন্য বিমানকে লোকশানের শিকার হতে হতো। আমরা আশা করব অভ্যন্তরীণ রুটে নতুনভাবে ফ্লাইট চালুর ক্ষেত্রে এই রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানটি ব্যবসায়িক স্বার্থকে অগ্রাধিকার দেবে। সময়মতো ফ্লাইট পরিচালনার বিষয়েও নজর দেওয়া হবে। যাত্রীদের আস্থা অর্জন যে কোনো বিমান সংস্থার মূলধন, বিমানের

ক্ষেত্রেও তার অন্যথা হওয়া উচিত নয়।

 

সর্বশেষ খবর