বুধবার, ১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ওরা বিপথগামী

রাজধানীতে আরও একজন বিজ্ঞানমনস্ক ব্লগারকে প্রাণ হারাতে হলো জঙ্গিবাদের উপাসকদের হাতে। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ওয়াশিকুর রহমান বাবু নামের এক মুক্তবুদ্ধির সাধককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করল উগ্রবাদীরা। একুশে বইমেলার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের রক্ত শুকাতে না শুকাতে আরেকজন বিজ্ঞানমনস্ক ব্লগারের হত্যাকাণ্ড উগ্রবাদী চিন্তা-চেতনার ধারক-বাহকদের দৌরাত্দ্যকেই যেন জানান দিল। এর আগে একই কারণে উগ্রবাদীদের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বেসরকারি টিভি চ্যানেলে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নূরুল ইসলাম ফারুকী, ব্লগার রাজীব হায়দার, আশরাফুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলন প্রমুখ। মুক্তচিন্তার অনুসারীদের একের পর এক হত্যাকাণ্ডের পরও ঘাতকরা কেউ ধরা পড়েনি। তবে ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডে জড়িত তিন খুনির দুজনকে আটক করা হয়েছে হাতেনাতে। প্রকাশ্য দিবালোকে লোকজনের সামনে জঙ্গিবাদীরা একজন মানুষকে হত্যা করলেও কেউ এগিয়ে আসাকে কর্তব্য বলে মনে করেনি। নপুংসকের মতো পালিয়েছে ঘাতকদের ভয়ে। ব্যতিক্রম ছিলেন হিজড়া নামে পরিচিত তিনজন। তারা জীবন বাজি রেখে তিন খুনিকে ধাওয়া দিয়ে ধরেও ফেলে, যাদের একজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটক দুই খুনির একজন হাটহাজারী মাদ্রাসার, অন্যজন মিরপুরের দারুল উলুম মাদ্রাসার ছাত্র। পলাতক আরেক খুনির পরিচয় সম্পর্কে এখনো জানা যায়নি। উগ্রবাদীদের হাতে একের পর এক হত্যাকাণ্ড সত্ত্বেও খুনিদের বিচারের সম্মুখীন করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা বিপথগামীদের উৎসাহিত করেছে। শান্তির ধর্ম ইসলামের সুনামকে কলঙ্কিত করছে জঙ্গিবাদের অপচর্চা। ধর্মীয় বিশ্বাস মতে, পৃথিবীতে নানা মতের মানুষের অবস্থান মহান স্রষ্টারই কুদরত। আল্লাহ ইচ্ছা করলেই সবাইকে একই মতাবলম্বীতে আবদ্ধ করতে পারতেন। যারা ভিন্নমতের জন্য মানুষ জবাইকে কর্তব্য বলে বেছে নিচ্ছে তারা পবিত্র ধর্মের অনুসারী নয়, বিপথগামী। তাদের রুখতেই হবে।

সর্বশেষ খবর