মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

টাইগারদের শাবাশ

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে সিরিজ জয় করল বাংলাদেশ। তিন ম্যাচের এক খেলা বাকি থাকতেই অর্জিত হলো অবিস্মরণীয় সাফল্য। ওয়ানডেতে পাকিস্তান বাংলাদেশের কাছে প্রথম হারে ১৯৯৯ সালের বিশ্বকাপে। বাংলাদেশ তখন ছিল ক্রিকেটে শিক্ষানবিস, আইসিসির সহযোগী সদস্য। তারপর গত ১৬ বছরে অনেক এগিয়েছে বাংলাদেশ। পেয়েছে আইসিসির পূর্ণাঙ্গ সদস্যপদ। বিশ্বকাপের আয়োজক হওয়ারও কৃতিত্ব দেখিয়েছে। হারিয়েছে বিশ্বের তাবৎ ক্রিকেট দলকে। কিন্তু ১৯৯৯-এর পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ চলতি সিরিজের আগে কখনো জিততে পারেনি। চলতি সিরিজের প্রথম ম্যাচে ৭৯ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে নাস্তানাবুদ করার সাফল্য দেখায় টাইগাররা। দ্বিতীয় খেলায় টস জিতে বড় স্কোর গড়ার লক্ষ্যে পাকিস্তান আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রথম ম্যাচের চেয়েও দ্বিতীয়টিতে বড় পরাজয়ের সম্মুখীন হয় তারা। পাকিস্তান দলকে দুমড়ে-মুচড়ে ৭ উইকেটে জয়ী হয় মাশরাফি বাহিনী। গত রবিবার মিরপুর স্টেডিয়ামের মাঠভরা দর্শকই শুধু নয়, অন্তত ৫ কোটি মানুষ টেলিভিশনে উপভোগ করেছে টাইগারদের অসামান্য বিজয়। যানজটের নগরী রাজধানী ঢাকাও অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে ওঠে খেলা চলার সময়। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় টাইগারদের আত্মবিশ্বাসের স্তরকে আকাশ পর্যন্ত নিয়ে যাক, আমরা এমনটিই দেখতে চাই। ক্রিকেটে ভালো কিছু করার জন্য নিছক যোগ্যতাই যথেষ্ট নয়, আত্মবিশ্বাসেও বলীয়ান হতে হয়। দীর্ঘদিন ধরে যাচ্ছেতাই খেলার পর বিশ্বকাপে বাংলাদেশ আবির্ভূত হয় আত্মবিশ্বাসী দল হিসেবে। ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের কোয়ার্টার ফাইনালে উন্নীত করে টাইগাররা। আম্পায়ারের অক্রিকেটীয় সিদ্ধান্তে ভারতের বিরুদ্ধে জয় থেকে বঞ্চিত হলেও এ ঘটনা টাইগারদের মধ্যে হার না মানা যে জেদ সৃষ্টি করেছে, তা ছিল এক বিরাট অর্জন। টাইগারদের এ জেদই পাকিস্তান নামের ক্রিকেট পরাশক্তিকে সিরিজ পরাজয়ে বাধ্য করেছে। টাইগারদের শাবাশ!

 

সর্বশেষ খবর