মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

আইন এবং বাস্তবতা

সভ্য দুনিয়ার সব দেশে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। মন্ত্রী-আমলা তো বটেই রাজা-রানীরাও আইনের ঊর্ধ্বে নন। আমাদের দেশেও সেটি বিধিবদ্ধ নিয়ম বলে ধরে নেওয়া হয়। তবে প্রয়োগের ক্ষেত্রে ওই সব দেশের সঙ্গে আমাদের পার্থক্য আকাশ-পাতাল। আমাদের দেশে আমজনতার জন্য আইন অবশ্য পালনীয় হলেও মন্ত্রী-আমলা দূরের কথা, পুলিশের ছোটখাটো কর্মকর্তার জন্যও তা কার্যত পালনীয় বিষয় নয়। এই রাজধানীতে যানজটে মানুষ যখন রাজপথে হাঁস-ফাঁস করতে বাধ্য হয়, তখন প্রভাবশালীরা আইন ভেঙে উল্টোপথে গাড়ি চালাতে গিয়ে যানজট আরও গভীর করে তোলেন। যানজটে নিয়ম ভেঙে মন্ত্রী-এমপি-আমলাদের গাড়ি উল্টোপথে চলা ইদানীং নিয়মে পরিণত হয়েছে। এ ব্যাপারে পুলিশের এসআই কিংবা সার্জেন্ট সাহেবরাও কম যান না। তাদের মোটরসাইকেলের উল্টোপথে চলার দৃশ্য চোখে পড়েনি এমন কোনো নাগরিক এ মহানগরীতে আছেন কি না আমাদের জানা নেই। পিকআওয়ারে রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোয় যানজটের সময় পথচারী ও সাধারণ যাত্রীদের অহরহ এ দৃশ্য দেখতে হয়। এবার এর সঙ্গে যোগ হয়েছে একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতার নম্বরপ্লেটবিহীন গাড়িতে চলাচলের দৃশ্য। রাজধানীর রাজপথে সাবেক রেলমন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তকে নম্বরপ্লেটবিহীন একটি গাড়িতে চলাচলের দৃশ্য দেখিয়েছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। শুক্রবার টিভি সংবাদের এক প্রতিবেদনে দেখা যায়, মান্যবর আইনপ্রণেতাকে বহনকারী সাদা রঙের জিপ গাড়ি একটি ভবনের বেসমেন্টের কার পার্কিং থেকে বের হয়ে রাজপথে নামে, গাড়িটিতে কোনো নম্বরপ্লেট নেই। ক্ষমতাসীন দলের ওই প্রথিতযশা আইনপ্রণেতা টিভি প্রতিবেদককে বলেছেন, গাড়ির নম্বরপ্লেট ডিজিটাল করতে দেওয়া হয়েছে। যে কারণে তার গাড়িতে নম্বরপ্লেট নেই। নম্বরপ্লেটহীন গাড়ি চালানো মোটর আইনের ১৫২ বিধি অনুযায়ী দণ্ডনীয় হলেও প্রভাবশালী বলে কথা! রাজধানীর যানজটের অন্যতম কারণ ট্রাফিক আইন মেনে না চলার ঘটনা। প্রভাবশালীরা এদিকে এগিয়ে থাকায় আইন প্রয়োগকারীরা অসহায়। তারা জানেন আইন সবার জন্য প্রযোজ্য হলেও প্রভাবশালীদের জন্য এর প্রয়োগ ঝুঁকিপূর্ণ। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আইন প্রয়োগের এই অলিখিত বিভাজন বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই অকাম্য অবস্থার অবসান হওয়া উচিত।

 

সর্বশেষ খবর