সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

মেয়র প্রার্থীদের প্রতিশ্রুতি

রাজধানী ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা এবং দেশের দুই বৃহৎ স্থানীয় সরকারের প্রশাসনকে দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত করার অঙ্গীকার করেছেন দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থীরা। বাংলাদেশ প্রতিদিন আয়োজিত গোলটেবিল বৈঠকে তারা বলেছেন বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা কাটিয়ে ঢাকার দুই সিটিকে যাতে মানুষের বসবাস উপযোগী করা যায় সেটিই হবে তাদের আশু করণীয়। তাদের প্রতিশ্রুতি মেয়র পদে নির্বাচিত হলে বিশেষ দলের নয় সব নগরবাসীর মেয়র হিসেবে কাজ করবেন। রাজনীতি যার যার মেয়র সবার এ নীতিকে অনুসরণ করবেন তারা। ঢাকাকে বিশ্বের অন্যতম বসবাস অযোগ্য নগরী থেকে আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে মেয়র প্রার্থীরা বলেছেন সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা নগর উন্নয়নের জন্য কাজ করবেন। রাজধানীর নাগরিকসেবা নিশ্চিত করতে নগর সরকার প্রতিষ্ঠার কথাও আলোচিত হয়েছে গোলটেবিল বৈঠকে। রাজধানীর উন্নয়নে উদ্যোগের অভাব না থাকলেও সমন্বয়হীনতার কারণে তার সুফল অর্জিত হচ্ছে না। স্থানীয় সরকারের রাজনীতিকরণ তাদের কাজ করার ক্ষমতাকে হরণ করছে। সব অবসানে নির্বাচিত মেয়রের পেশাদারিত্বমূলক নেতৃত্বের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে গোলটেবিল বৈঠকে। স্থানীয় সরকার যেহেতু জনগণের সরকার যেহেতু ঢাকার দুই সিটি করপোরেশন পরিচালনায় জনসম্পৃক্ততা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে মেয়র প্রার্থী ও সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের আলোচনায়। রাজধানীর উন্নয়ন ও সমস্যার সমাধানে সিটি করপোরেশনের মেয়রদের ক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেছেন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ আলোচকরা। রাজধানী ঢাকার জনসংখ্যা প্রায় দেড় কোটি। দুনিয়ার একশটিরও বেশি দেশের জনসংখ্যা ঢাকার চেয়ে কম। এ মেগাসিটির সমস্যার সমাধানে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার মার্কা মেয়র হলে চলবে না, প্রয়োজন সত্যিকারের ক্ষমতাশালী মেয়র। যিনি জনস্বার্থে যেমন সরকারের সহযোগী হবেন তেমনি নগর উন্নয়নের চাহিদা মেটাতে দাবির ভাষায় কথা বলবেন। নির্বাচনী প্রতিশ্রুতি পালনেও নির্বাচিত মেয়ররা সচেতন হবেন এমনটিও দেখতে চায় ঢাকাবাসী।

 

সর্বশেষ খবর