মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
জানা-অজানা

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এটি ভারত মহাসাগরে অবস্থিত। এ অঞ্চলটির রাজধানী আন্দামানের শহর পোর্ট ব্লেয়ার। ২০০১ সালে ভারতের আদমশুমারি অনুসারে এ অঞ্চলের জনসংখ্যা ৩ লাভ ৫৬ হাজার ১৫২। অঞ্চলের স্থলভাগের সামগ্রিক আয়তন ৬ হাজার ৪৯৬ বর্গকিলোমিটার। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রাগৈতিহাসিক যুগ থেকেই আদিবাসী জনগোষ্ঠীর আবাসভূমি। ১৭৭৭ সালে ব্রিটিশরা এ অঞ্চলে একটি নৃৃতাত্তি্বক সমীক্ষা চালায়। এ সমীক্ষা থেকে জানা যায়, বহিরাগতদের আগমনের আগে কয়েক শতাব্দীকাল এ দুই দ্বীপপুঞ্জ নেগ্রিটো ও মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর অধিকারে ছিল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইতিহাসকে চারটি পর্যায়ে ভাগ করা হয়- এক. ব্রিটিশ অধিকার প্রতিষ্ঠা দুই. ব্রিটিশ রাজত্ব তিন. জাপানি রাজত্ব ও চার. স্বাধীনতা-উত্তর যুগের ইতিহাস। ১৭৮৮ সালে দুই নৌ-কর্মকর্তার সুপারিশে ১৭৮৯ সালে তদানীন্তন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ পোর্ট কর্নওয়ালিশের কাছে চাটহাম দ্বীপে একটি ব্রিটিশ উপনিবেশ স্থাপন করেন। এ বছরই লেফটেন্যান্ট রেজিনল্ড ব্লেয়ার এ অঞ্চলে একটি সমীক্ষার কাজ চালান। তার নামানুসারে পোর্ট কর্নওয়ালিশের নাম হয় পোর্ট ব্লেয়ার। ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার এখানে একটি বন্দীনিবাস স্থাপনের পরিকল্পনা করে। ১৮৫৮ সালে ভাইপার দ্বীপে তৈরি হয় একটি কারাগার, একটি গ্যালো ও একটি জনবসতি। ২০০ বন্দীকে এ কারাগারে এনে রাখা হয়। এদের অধিকাংশই ছিলেন ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীর বিদ্রোহী সৈনিক। ১৯০৬ সালে পোর্ট ব্লেয়ারে সেলুলার জেল তৈরি হলে আগের কারাগারটি পরিত্যক্ত হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪২ সালের ২১ মার্চ জাপানিরা আন্দামান দখল করে নেয়। জাপানি সেনাবাহিনীর হাতে এ অঞ্চলের বহু নিরপরাধ মানুষ নিহত হন। পরে জাপানিরা এ দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দেয়। ১৯৪৩ সালের ৩০ ডিসেম্ব্বর সুভাষ চন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। ১৯৪৫ সাল পর্যন্ত এ অঞ্চল ব্রিটিশদের অধিকারমুক্ত ছিল। এ সময় আন্দামান খাদ্য উৎপাদনে স্বনির্ভর হয়ে ওঠে। ১৯৪৫ সালের ৮ অক্টোবর জাপানি সেনাবাহিনীর দক্ষিণ-পূর্ব এশিয়া কমান্ড পোর্ট ব্লেয়ারে আত্দসমর্পণ করলে ব্রিটিশরা এ দ্বীপপুঞ্জের অধিকার আবার ফিরে পায়। ১৯৪৭ সালের ১৫ আগস্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একত্রে স্বাধীন ভারতের অঙ্গীভূত হয়। -জামিল হাসান

সর্বশেষ খবর