সোমবার, ৪ মে, ২০১৫ ০০:০০ টা

টাইগারদের কৃতিত্ব

টেস্ট ক্রিকেটে কোনো কোনো ড্র হয়ে দাঁড়ায় জয়ের চেয়েও বেশি। বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে ড্র করে তেমন সাফল্যই দেখিয়েছে। বাংলাদেশ সফরে এসে পাকিস্তানি ক্রিকেট দল ইতিমধ্যে তিন ম্যাচের ওয়ানডে-তে ধবল ধোলাইয়ের সম্মুখীন হয়েছে। প্রতিটি ম্যাচে তারা পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে বড় ব্যবধানে। পাকিস্তান আশা করেছিল টি-টুয়েন্টি ম্যাচে তারা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। ক্রিকেটের এ সেক্টরে যেহেতু পাকিস্তান ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন সেহেতু নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পাবে। কিন্তু সেখানেও বড় ধরনের গ্লানি মেনে নিতে হয়েছে পাকিস্তান দলকে। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান জিতবেই এমন আশায় বুক বেঁধেছিল তারা। কারণ ওয়ানডে আর টি-টুয়েন্টির সঙ্গে টেস্টের পার্থক্য আকাশ-পাতাল। পাকিস্তানি টেস্ট দলের মানও সমীহ করার মতো। পাকিস্তানের বিরুদ্ধে খুলনা টেস্টে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৩৩২ রানে গুটিয়ে যায়। টেস্ট খেলায় এ রান কোনোভাবেই কম রান নয়। কিন্তু এর বিপরীতে পাকিস্তান ৬২৮ রানের পাহাড় গড়ে তুললে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। পাকিস্তান ২৯৬ রানে এগিয়ে থাকায় বাংলাদেশ ইনিংস পরাজয়ের সম্মুখীন হতে পারে এমন আশঙ্কাও দেখা দেয়। কিন্তু দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস ইনিংস পরাজয় থেকে দলকে শুধু বাঁচানো নয়, গর্ব করার মতো লড়াই চালিয়েছেন পাকিস্তানি বোলারদের বিরুদ্ধে। ৩১২ রানের যে জুটি তারা গড়েছেন তা একটি বিশ্বরেকর্ড। টেস্ট ক্রিকেটের ১৩৮ বছরের ইতিহাসে তৃতীয় ইনিংসের ওপেনিং জুটিতে এত বেশি রান কেউ এর আগে করতে পারেনি। ৫৫ বছর আগে ১৯৬০ সালে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটির ২৯০ রান ছিল এ যাবৎকালের সর্বোচ্চ। খুলনা টেস্ট প্রমাণ করেছে বাংলাদেশ ক্রিকেট দল তাদের আত্দপরিচিতি ফিরে পেয়েছে। টাইগার হিসেবে যাদের পরিচিতি তাদের যে ভয় পেলে চলবে না এই অনুভূতি তারা আত্দস্থ করতে সক্ষম হয়েছে। আত্দবলে বলীয়ান হয়ে ওঠায় যে পাকিস্তানকে তারা ১৬ বছরে হারাতে পারেনি ওয়ানডে সিরিজে তাদের ধবল ধোলাই করেছে। বিশ্ব চ্যাম্পিয়নের তকমাধারী দলকে টি-টুয়েন্টিতে হার মানতে বাধ্য করেছে। টেস্ট ক্রিকেটে দৃশ্যত ব্যবধান থাকা সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে লড়েছে সমানে সমান। তাদের সঙ্গে ড্র করার পাশাপাশি অর্জন করেছে এমন সব সাফল্য যা সাধারণ কোনো জয়ের চেয়েও ঔজ্জ্বল্যের অধিকারী।

সর্বশেষ খবর