বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫ ০০:০০ টা

জঙ্গিবাদের হুমকি

ওরা শান্তির ধর্ম ইসলামের কেউ নয়

বাংলাদেশে আইএস জঙ্গিদের তৎপরতা এখন একটি আলোচ্য বিষয়। এ জঙ্গি গোষ্ঠীর অনুসারীদের হাতে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বিজ্ঞানমনস্ক তিন ব্লগার। দেশের কয়েকজন প্রথিতযশা বুদ্ধিজীবীকে তারা হত্যার হুমকি দিয়েছে। নৃশংস এই জঙ্গি গোষ্ঠীর তৎপরতা সম্পর্কে বুধবারের বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে যেসব তথ্য প্রকাশিত হয়েছে তা উদ্বিগ্ন হওয়ার মতো। এতে আটককৃত আইএস নেতাদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলা হয়েছে, এই জঙ্গি সংগঠনের হয়ে যুদ্ধ করার জন্য বাংলাদেশের ৩০২ জন তরুণ-তরুণী প্রস্তুতি নিচ্ছেন। এরা পড়াশোনা, ভ্রমণ কিংবা চাকরির জন্য প্রথমে তুরস্ক, তারপর সেখান থেকে সিরিয়া কিংবা ইরাকে গিয়ে আইএসের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা এঁটেছে। ইরাকের আইএস জঙ্গিরা শান্তির ধর্ম ইসলামের ভাবমূর্তির জন্য বিপর্যয় সৃষ্টি করছে। ইসলামে হিংসা ও হানাহানির কোনো স্থান নেই। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পীর-আউলিয়াদের মাধ্যমে। সুফিবাদের অনুসারী এসব সাধক তাদের মানবতাবাদী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করেছেন। জঙ্গিবাদের বিস্তার এবং ভিন্নমতাবলম্বীদের হত্যার হঠকারী পথ শান্তি ও সহিষ্ণুতার ধর্ম ইসলাম সম্পর্কে ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে। জঙ্গিবাদবিরোধী পদক্ষেপ হিসেবে সরকার নতুনভাবে থাবা বিস্তারকারী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বিলম্বে নেওয়া হলেও এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সঠিক সময়ে এ জঙ্গি গ্রুপটি নিষিদ্ধ হলে এবং তাদের ওপর কড়া নজর রাখলে ব্লগার হত্যাসহ বেশ কয়েকটি অঘটন এড়ানো যেত। আমরা আশা করব দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা ও উদারতাবাদী ইসলামের চর্চাক্ষেত্র হিসেবে বাংলাদেশের সুনাম রক্ষায় জঙ্গিবাদের শিকড় উৎপাটনে যুক্তিগ্রাহ্য পথ বেছে নেওয়া হবে। দেশের যুবসমাজ যাতে জঙ্গিবাদের বিদেশি এজেন্টদের দ্বারা প্রভাবিত না হয় তা নিশ্চিত করতে শান্তির ধর্ম ইসলাম সম্পর্কে উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করতে হবে। আমাদের বিশ্বাস, সাধারণ মানুষ যদি উপলব্ধি করে যারা হিংসাকে উসকে দেওয়ার চেষ্টা করছে তারা ইসলামের কেউ নয়, তবে জঙ্গিবাদীরা কোথাও ঠাঁই পাবে না।

সর্বশেষ খবর