শুক্রবার, ২৯ মে, ২০১৫ ০০:০০ টা

ব্যাংকক সম্মেলন

মানব পাচার রোধের প্রশংসনীয় উদ্যোগ

মানব পাচার বন্ধে দেরিতে হলেও আন্তর্জাতিক সমাজ সক্রিয় হয়ে উঠেছে। আজ থাইল্যান্ডের রাজধানীতে এ উদ্দেশ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক আন্তর্জাতিক সম্মেলন। গুরুত্বপূর্ণ এ সম্মেলনে বাংলাদেশ, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ১৯টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড পর্যবেক্ষক হিসেবে সম্মেলনে অংশ নেবে। সাগরে ভাসমান লোকদের উদ্ধার, অভিবাসন সংকটের স্থায়ী সমাধান বিশেষ করে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা নিয়ে সম্মেলনে আলোচনা হবে এবং এ সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। মানব পাচারকে আদিম ব্যবসা হিসেবে অভিহিত করা যায়। সভ্যতার বিবর্তনে মানব পাচারের ধরন পাল্টালেও এর কদর্য চেহারার পরিবর্তন হয়নি। মধ্যযুগে এমনকি তার আগেও ছিল মানব পাচারের ঘটনা। সুসংঘবদ্ধ পাচারকারীরা বিভিন্ন জনপদে হানা দিয়ে নারী-শিশু ও তরুণদের বন্দী করত। তারপর তাদের বিক্রি করে দিত ক্রীতদাস হিসেবে। সম্ভ্রান্ত পরিবারের সন্তানদেরও কখনো কখনো ক্রীতদাসের ভাগ্যবরণ করতে হতো। কালের বিবর্তনে ক্রীতদাস প্রথার উচ্ছেদ ঘটলেও মানব পাচারের ঘৃণ্য ব্যবসা রয়ে গেছে চেহারা পাল্টিয়ে। চাকরির লোভ দেখিয়ে কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতী মেয়েদের প্রলুব্ধ করে নারী পাচারের ঘটনা এই উপমহাদেশে অহরহ ঘটছে। সাম্প্রতিক সময়ে মানব পাচারের নির্মম শিকার হচ্ছে প্রতিবেশী দেশ মিয়ানমারের আরাকান রাজ্যের রোহিঙ্গারা। মিয়ানমার সরকার সে দেশে শত শত বছর ধরে বসবাসরত রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি দিতে নারাজ। তাদের ওপর যে জাতিগত নির্যাতন চলছে তা নাৎসিদের কথাই স্মরণ করিয়ে দেয়। নির্যাতনের হাত থেকে বাঁচতে রোহিঙ্গাদের একাংশ বাংলাদেশে পালিয়ে আসছে, অন্য অংশ সাগরে নৌকা ভাসিয়ে অনিশ্চিত আশ্রয়ের সন্ধানে নিজেদের সঁপে দিয়েছে। আমরা আশা করব ব্যাংকক সম্মেলন অভিবাসন সমস্যার সুষ্ঠু সমাধানের পথ দেখাবে। বিশেষ করে রোহিঙ্গারা তাদের স্বদেশে যাতে মানুষ হিসেবে বেঁচে থাকতে পারে সে সুযোগ সৃষ্টি করবে। মানব পাচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করে তোলার ক্ষেত্রে ব্যাংকক সম্মেলন থেকে দিকনির্দেশনা দেওয়া হবে আমরা এমনটিই দেখতে চাই। এ মানবিক সমস্যার সমাধান চাইলে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়া ইন্দোনেশিয়াসহ এ অঞ্চলের দেশগুলোকে মানব পাচার রোধে একযোগে কাজ করতে হবে। তাহলেই এ অবৈধ ব্যবসার ইতি টানা সম্ভব হবে।

সর্বশেষ খবর