শনিবার, ৩০ মে, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

খলজির ধর্মনীতি

খলজি সাম্রাজ্যের রূপরেখা ইসলামের রীতিনীতিবহির্ভূত ছিল না। এ সম্পর্কে আলাউদ্দীন খলজির মূলমন্ত্র ছিল- 'ইসলাম আমার প্রিয়, সাম্রাজ্য আমার প্রিয়তর' অর্থাৎ সাম্রাজ্যের কল্যাণে তিনি বিনা দ্বিধায় ইসলামের নির্দেশ লঙ্ঘন করতে পারতেন ও করতেন। সুলতান কাজী মুঘিসউদ্দিনের কাছে রাজতন্ত্রের ধারণা সম্পর্কে যে ব্যাখ্যা দেন তা হলো- 'বিদ্রোহ বন্ধ করতে গেলে হাজার হাজার জীবন নষ্ট হয়। কিন্তু রাষ্ট্র ও জনগণের মঙ্গলের দিকে লক্ষ্য রেখে আমি এরূপ নির্দেশ জারি করি। যেসব লোক অমনোযোগী, মানমর্যাদাহীন এবং আমার আদেশ অমান্য করে, আমি তাদের দমন করতে ও আনুগত্যে আনতে কঠোর হতে বাধ্য হই। আমি জানি না এটি আইনসঙ্গত, না বেআইনি; রাষ্ট্রের মঙ্গলের জন্য অথবা জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে যা অনুকূল মনে করি তা-ই আমি ঘোষণা করি। শেষ বিচারের দিনে কী হবে তার কিছুই আমি জানি না।'

 

 

সর্বশেষ খবর