রবিবার, ৩১ মে, ২০১৫ ০০:০০ টা

অভিবাসন সম্মেলন

সমস্যার সমাধানে চাই মানবিক দৃষ্টিভঙ্গি

ব্যাংককের অভিবাসন সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন এই মানবিক সমস্যা সমাধানের তাগিদ সৃষ্টি করেছে। অভিবাসন সমস্যার জন্য এ মুহূর্তে সবচেয়ে সমালোচিত দেশ মিয়ানমারের পক্ষ থেকে দায় এড়ানোর চেষ্টা সত্ত্বেও থাই সরকারের পক্ষ থেকে সম্মেলনকে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্মেলনে মিয়ানমার ও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এ সমস্যার কারণ উদঘাটন করে কীভাবে তার সমাধান করা যায় তারা সে উদ্যোগ নেবেন। সম্মেলনে এই মানবিক সমস্যার সমাধানে আট মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এই অর্থ বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের অভিবাসন রোধে ব্যয় করা হবে। সম্মেলনে জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা হয়। রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে সংকট সমাধানের আহ্বান জানানো হয়। তবে মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, এ সংকটের দায়ভার তাদের একার নয়। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং আগামী এক মাসের মধ্যে সব স্বদেশি নাগরিককে ফেরত নেওয়া হবে। সম্মেলনে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, নিউজিল্যান্ড, পাকিস্তান, পপুয়া নিউগিনি, পিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও থাইল্যান্ড অংশ নেয়। পর্যবেক্ষক হিসেবে অংশ নেয় যুক্তরাষ্ট্র, জাপান ও সুইজারল্যান্ড। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় সাগরে ভাসমান অভিবাসীদের খুঁজতে তারা বিমানে করে অনুসন্ধান চালাবে। ব্যাংককের অভিবাসন সম্মেলন অভিবাসন সমস্যার সমাধানে পথ না দেখালেও এ সমস্যা সমাধানের যে তাগিদ সৃষ্টি করেছে তা একটি গুরুত্বপূর্ণ অর্জন। মিয়ানমার সরাসরি অভিবাসন সমস্যার দায় নিতে না চাইলেও সমস্যার সমাধানে অন্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করার যে আগ্রহ ব্যক্ত করেছে তাকে তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করা যায়। আমরা আশা করব সবার ওপর মানুষ সত্য, এ উপলব্ধিতে অভিবাসন সংশ্লিষ্ট দেশগুলো এ জটিল সমস্যার সমাধানে মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দেবে।

সর্বশেষ খবর