রবিবার, ৩১ মে, ২০১৫ ০০:০০ টা
ভেষজ

শ্বাসকষ্ট ও অ্যাজমা

বাংলাদেশে পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যাজমা রোগীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ রোগের লক্ষণগুলো নিম্নরূপ- বুকে কফ জমা বিশেষ করে রাতের বেলা * শ্বাস নেওয়ার সময় বুকে বাঁশির মতো শব্দ হওয়া * বুকে ব্যথা * দ্রুত শ্বাস নেওয়া * সাইনোসাইটিস * ক্ষুধামন্দা * ওজন কমে যাওয়া * কোল্ড অ্যালার্জি * আঙ্গুলের মাথাগুলো নীলাভ হয়ে যাওয়া * শারীরিক দুর্বলতা * ডাস্ট অ্যালার্জি * বুকে কোনো কিছু চেপে বসে আছে বলে মনে হওয়া এবং শ্বাস নিতে কষ্ট হওয়া। অ্যাজমা রোগীদের জন্য আদা, দারুচিনি, তেজপাতা, তুলসী, বাসক, যষ্টিমধু, তালমিছরি, পিপল, মধু ইত্যাদি খুবই কার্যকর। এ ছাড়া গরম খাবার এবং গরম চা অ্যাজমা রোগীদের জন্য উপকারী। -ডা. আলমগীর মতি

সর্বশেষ খবর