রবিবার, ৩১ মে, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

বিদ্রোহ দমনের কৌশল

সুলতান আলাউদ্দীন খলজীর আমলে ব্যক্তিগত ভূমি বা দানের জমি অথবা ধর্মীয় উদ্দেশ্যে প্রদত্ত সম্পত্তি হিসেবে যেসব গ্রাম ও জায়গীর তারা ভোগ করছিল তা বাজেয়াপ্ত করা হয়। অনুরূপভাবে সর্ব ধরনের ভাতা বন্ধ করে দেওয়া হয়। এ ব্যবস্থার ফল সম্পর্কে বারানী বলেন, 'জনগণকে দরিদ্র অবস্থায় আনয়ন করা হয় এবং অবস্থা এমন চরম পর্যায়ে উপনীত হয় যে, মালিক, আমির, কর্মচারী, মুলতানী ও মহাজন ব্যতীত কারও হাতে অর্থ থাকত না। কেবল নূ্যনতম জীবিকা সংগ্রহে তাদের এমন ব্যতিব্যস্ত থাকতে হতো যে, বিদ্রোহের চিন্তাও তাদের মনে আসতে পারত না।

দ্বিতীয়ত, সুলমতান একটি সুযোগ্য গোয়েন্দা বাহিনী নিযুক্ত করেন। ওমরাহদের গৃহে অথবা শহরে-বাজারে যা কিছু ঘটত তা সবকিছুই সুলতানের গোচরীভুত করাই ছিল গোয়েন্দাদের কাজ। গোয়েন্দারা অত্যন্ত দক্ষতা ও বিশ্বস্ততার সঙ্গে তাদের কার্য সম্পাদন করত। তাদের তৎপরতার জন্য বিদ্রোহী ও কুচক্রীরা সর্বদা সন্ত্রস্ত থাকত এবং নিজেদের গৃহে ও ঘরোয়া বৈঠকে অবাধে কথাবার্তা বলতে পারত না। তৃতীয়ত, শরাব ও অন্যবিধ মাদকদ্রব্যের ব্যবহার ও বিক্রয় কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

-জাফর খান

সর্বশেষ খবর