বুধবার, ১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বিপন্নপ্রায় কুয়াকাটা

সমুদ্রসৈকত রক্ষায় এখনই ব্যবস্থা নিন

কয়েকদিনের ভারী বর্ষণ ও সাগরের উত্তাল ঢেউয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা লণ্ডভণ্ড হয়ে গেছে। দেশি-বিদেশি পর্যটকদের কাছে স্বপ্নময়তা সৃষ্টি করত যে সমুদ্রসৈকত সমুদ্রের অব্যাহত ভাঙনে তার অস্তিত্ব বিলুপ্তপ্রায়। সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাতে সৈকতের বালু সরে যাওয়ায় তীরবর্তী সবুজ বনাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অব্যাহত ভাঙনে এরই মধ্যে সৈকতের বিভিন্ন দর্শনীয় স্থান সাগরগর্ভে বিলীন হয়ে গেছে। পাল্টে গেছে চিরচেনা কুয়াকাটার দৃশ্য। জিরো পয়েন্ট থেকে পূর্বদিকে সারি সারি নারিকেল, ঝাউ, তাল বাগানসহ বিভিন্ন গাছের গোড়া থেকে বালু সরে যাওয়ায় সেগুলো এখন কাত হয়ে উপড়ে পড়ার অবস্থায় আছে। সৈকতলাগোয়া কুয়াকাটার জাতীয় উদ্যানের ঝাউ গাছগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলেছেন, সাগরের ভাঙন থেকে সৈকত রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আগামী দুই-তিন বছরের মধ্যে সামুদ্রিক জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণ বেড়িবাঁধ হুমকির মুখে পড়বে। তখন কুয়াকাটার সুবিস্তৃত সৈকতের অস্তিত্ব থাকবে না। কুয়াকাটার সমুদ্রসৈকত দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এই সমুদ্রসৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখা যায়। সৌন্দর্যের রানী হিসেবে বিবেচিত কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকার সুরক্ষায় নানা ধরনের গাছ লাগানো হলেও যথাযথ যত্ন না নেওয়ায় সেগুলোর অস্তিত্ব সংকটের মুখে। সমুদ্রসৈকত রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ডের সেদিকে আগ্রহ আছে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে। কর্তাব্যক্তিরা সমুদ্রসৈকত সুরক্ষায় যেসব প্রকল্প নেন অভিযোগ রয়েছে তার বেশির ভাগেরই উদ্দেশ্য থাকে নিজেদের পকেট সমৃদ্ধ করা। ফলে কুয়াকাটার অস্তিত্বই এখন প্রশ্নবিদ্ধ। প্রশ্নবিদ্ধ এ এলাকার পর্যটন সম্ভাবনা। বিপন্ন কুয়াকাটা সমুদ্রসৈকত রক্ষায় যেনতেন উদ্যোগের বদলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এমনটিই প্রত্যাশিত।

সর্বশেষ খবর