শুক্রবার, ৩ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বাড়ি ভাড়া নির্ধারণে কমিশন

হাইকোর্টের নির্দেশ দ্রুত আমলে নেওয়া হোক

বাড়ি ভাড়ার নৈরাজ্য বন্ধে হাইকোর্ট আগামী ছয় মাসের মধ্যে সারা দেশে এলাকাভেদে সর্বোচ্চ ও সর্বনিম্ন বাড়িভাড়া নির্ধারণে সরকারকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন। বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার একটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে যে রায় দেন তাতে কমিশনের কথা বলা হয়েছে। হাইকোর্টের রায়ে কমিশন গঠনের আগ পর্যন্ত আর্থিক সক্ষমতা সাপেক্ষে সরকারকে ওয়ার্ডভিত্তিক ভাড়া নিয়ন্ত্রক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। ভাড়াটেদের সুরক্ষায় হাইকোর্ট সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তাদের রায়ে। রায়ের সঙ্গে দেওয়া আদালতের নির্দেশনায় বলা হয়েছে, বাড়িভাড়ার সমস্যাগুলো চিহ্নিত করতে সাত সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রধান হবেন আইন মন্ত্রণালয়-নির্ধারিত একজন আইনজ্ঞ। ছয় মাসের মধ্যে কমিশন গঠনে আদালত মন্ত্রিপরিষদ সচিবকেও নির্দেশ দিয়েছেন। কমিশনের অন্য সদস্যরা হবেন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, যিনি গৃহায়ন ও নগরবিশেষজ্ঞ, একজন অর্থনীতিবিদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, নাগরিক সমাজের একজন প্রতিনিধি, ভোক্তা অধিকার বা অন্য বেসরকারি সংস্থার একজন প্রতিনিধি, যিনি বাড়িভাড়া নিয়ে কাজ বা গবেষণা করেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়-নির্ধারিত একজন কর্মকর্তা। রাজধানীসহ দেশের বড় বড় শহরে বাড়িভাড়া নৈরাজ্য চলছে দীর্ঘদিন ধরে। বর্তমান সরকারের আমলে গত ছয় বছরে বাড়িওয়ালারা পরিশোধ করেন এমন কোনো ট্যাঙ্ বাড়েনি। এ সময়ের ভোগ্যপণ্যের দাম গড়ে ২০ ভাগের বেশি না বাড়লেও বাড়িভাড়া বেড়েছে অন্তত দ্বিগুণ। ফলে স্বল্প আয়ের মানুষ ও চাকরিজীবীরা পড়েছেন মহাসংকটে। অনেকে তাদের আয়ের বেশির ভাগ ব্যয় করতে বাধ্য হচ্ছেন বাড়ি ভাড়া বাবদ। আমরা আশা করব হাইকোর্টের রায় দ্রুত আমলে নেওয়া হবে। বাড়ি ভাড়ার নামে বাড়িওয়ালাদের যে বাড়াবাড়ি চলছে তার অবসান হবে। বাড়িওয়ালা-ভাড়াটিয়া সুষ্ঠু সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আদালতের রায় ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর