শনিবার, ৪ জুলাই, ২০১৫ ০০:০০ টা

আরো ১২ জঙ্গি গ্রেফতার

ইসলামের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক নেই

সন্ত্রাসী সংগঠন আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার একিউআইএস জঙ্গিরা ঈদের পর সিরিজ হামলার পরিকল্পনা এঁটেছিল। জঙ্গিবাদের উপাসক একিউআইএস সদস্যরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছে। র‌্যাবের হাতে অতি সম্প্রতি আটক হয়েছে আল কায়েদা সংশ্লিষ্ট এ সন্ত্রাসী গ্রুপটির বাংলাদেশ প্রধানসহ ১২সদস্য। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক জঙ্গিরা বলেছে ঈদের পর সিরিজ হামলা চালানোর পরিকল্পনা করেছিল তারা। র‌্যাবের তৎপরতায় সে পরিকল্পনা ভেস্তে যায়। জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের সাফল্য বিশ্বজুড়ে প্রশংসা অর্জন করলেও একের পর এক জঙ্গির ধরা পড়ার ঘটনা প্রমাণ করে সন্ত্রাসের এ বরপুত্ররা থেমে নেই। তারা সুযোগ পেলেই থাবা বিস্তারের চেষ্টা চালাচ্ছে। জঙ্গিবাদ একটি বিশ্বজনীন সমস্যা এবং বিশ্বের ৭০০ কোটি মানুষের জন্য তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসলাম শব্দের অর্থ শান্তি। শান্তির সঙ্গে সন্ত্রাসের দূরতম সম্পর্ক থাকার কথা নয়। অথচ শান্তির ধর্ম ইসলামের নামেও চলছে জঙ্গিবাদের অপচর্চা। জঙ্গিবাদের ধারকবাহকরা পাকিস্তানের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত করেছে। আফগানিস্তানের পরিণতিও সবার জানা। ইরাক এবং সিরিয়ায় চলছে তাদের বীভৎসতার মহোৎসব। সোমালিয়া, লিবিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন মুসলিম দেশের অস্তিত্বকে তারা চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তির জন্য সুবর্ণ সুযোগ সৃষ্টি করছে জঙ্গিবাদের অপচর্চা। একাত্তরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গণহত্যা, নারী ধর্ষণ, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করেছিল মানবতার যেসব শত্রু, তাদের বিচার রোধে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে। এই অশুভ চক্রের বাংলাদেশ শাখার প্রধানসহ ১২ জঙ্গিকে গ্রেফতারের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর একটি বড় সাফল্য হলেও এতে আত্দপ্রসাদের কোনো সুযোগ নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে মনস্তাত্তি্বক লড়াইয়েও সরকারকে জয়ী হতে হবে। ইসলাম ও জঙ্গিবাদ যে এক নয় সে সত্যটি দেশবাসীর কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

 

সর্বশেষ খবর