বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বোমা তৈরির উপাদান উদ্ধার

বিস্ফোরক দ্রব্য বেচাকেনায় নিষেধাজ্ঞা কাম্য

রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম থেকে ককটেল ও শক্তিশালী বোমা তৈরির ১২০০ কেজি বিস্ফোরকসহ চার ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। এদের মধ্যে রবিবার ডিবি পুলিশ ক্রেতা সেজে রাজধানী থেকে এক ব্যক্তিকে দুই কেজি বিস্ফোরকসহ গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার ও লালবাগ থেকে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী রবিবার রাতেই চট্টগ্রামের সদরঘাট থানা এলাকার সাইদুল ইসলামের ছয়তলা বাড়ির চতুর্থ তলায় অভিযান চালিয়ে বেডরুমের খাটের নিচ থেকে ১২০০ কেজি বিস্ফোরক তৈরির উপাদান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকে সালফার, লিথিয়াম ও হেক্সা ক্লোরাইড এই তিন ধরনের উপাদান রয়েছে। এসব উপাদানের সঙ্গে আরও অন্যান্য উপাদান মিশ্রিত করে শক্তিশালী বোমা ও ককটেল তৈরি করা হয়। প্রতি কেজি বিস্ফোরক দিয়ে দুই হাজারের মতো বোমা তৈরি করা যায়। সে হিসাবে ১২০০ কেজি বিস্ফোরক দিয়ে ২৪ লাখ ককটেল বা এ জাতীয় বোমা তৈরি করা সম্ভব। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত ব্যক্তিরা কোনো জঙ্গি গ্রুপ কিংবা রাজনৈতিক দলের সদস্য কিনা তা তারা খতিয়ে দেখছেন। দেশের দুটি প্রধান নগরী থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার পুলিশের একটি বড় সাফল্য হলেও এটি একই সঙ্গে একটি উদ্বেগের খবরও বটে। বিস্ফোরক তৈরিতে সালফার, লিথিয়াম ও হেক্সা ক্লোরাইড ব্যবহৃত হলেও এসব দ্রব্য বিদেশ থেকে আমদানি হয় শিল্প কাজে ব্যবহারের জন্য। অসৎ আমদানিকারকদের কেউ কেউ বাড়তি লাভের আশায় আমদানিকৃত পণ্য বিক্রি করে দেয় বিস্ফোরক ব্যবসায়ীদের কাছে। আমরা আশা করব আটককৃত ব্যক্তিরা এসব বিস্ফোরক দ্রব্য কীভাবে এবং কি উদ্দেশ্যে সংগ্রহ করেছে সেটি খতিয়ে দেখা হবে। জননিরাপত্তার স্বার্থে বিস্ফোরক দ্রব্য বেচাকেনার ওপর কঠোর নিষেধাজ্ঞা বলবৎ করা হবে এমনটিও কাম্য।

 

সর্বশেষ খবর