বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস

ঈদের আগেই পরিশোধ করুন

সরকার গার্মেন্ট মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৩ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন ও ২৭ রমজানের মধ্যে বোনাস পরিশোধ করা হবে। ঈদের আগে বেতন ও বোনাস নিয়ে গার্মেন্ট শিল্পে অসন্তোষ দানা বেঁধে ওঠা একটি সাংবার্ষিক ঘটনায় পরিণত হয়েছে এবং তা এড়াতে এবার সব পক্ষ থেকে বেশ আগাম প্রস্তুতিও নেওয়া হয়েছে, যা প্রশংসার দাবিদার। গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে যাতে গার্মেন্ট শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয় এ বিষয়ে তাদের সব সদস্যকে তাগিদ দেওয়া হয়েছে। বেতন ও বোনাস নিয়ে যাতে কোনো অসন্তুষ্টির সৃষ্টি না হয় সে বিষয়টি তদারকির জন্য গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ একটি কমিটিও গঠন করেছে। এ কমিটি গার্মেন্ট মালিকদের সঙ্গে যোগাযোগ রাখছে। যেখানে যেখানে সমস্যা রয়েছে, তা উত্তরণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গার্মেন্ট মালিকদের সঙ্গে যোগাযোগ রক্ষায় বিজিএমইএর কর্মকর্তাদের নিয়ে একটি ক্রাইসিস কন্ট্রোল রুম খোলা হয়েছে। গঠন করা হয়েছে ১৫টি টিম। যারা সুনির্দিষ্টভাবে বিভিন্ন এলাকার গার্মেন্ট কারখানার পরিস্থিতি মনিটরিং করবে। গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, তাদের সদস্যভুক্ত কোনো কারখানায় বেতন বোনাস নিয়ে যাতে সমস্যা না হয় তারা তা দেখবেন। তবে এ সংগঠনের আওতার বাইরে যারা, তাদের ব্যাপারে বিজিএমইএর কিছু করার নেই। গার্মেন্ট শিল্পে দেশের ৪০ লাখ শ্রমিকের জীবন-জীবিকা জড়িত। এ শিল্পের সঙ্গে দেশের অর্থনীতির সম্পর্কও অবিচ্ছেদ্য। আমরা আশা করব ঈদের আগে যথাসময়ে বেতন ও বোনাস পরিশোধে গার্মেন্ট মালিকরা যত্নবান হবেন। কোথাও কোনো সমস্যার উদ্ভব হলে এ ব্যাপারে বিজিএমইএ সহযোগিতার হাত বাড়াবে এমনটিও প্রত্যাশিত। গার্মেন্ট শিল্পের ভাবমূর্তির স্বার্থেই মালিক ও শ্রমিকদের মধ্যে আস্থার সম্পর্ক প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর