শনিবার, ১১ জুলাই, ২০১৫ ০০:০০ টা
ধর্ম

আত্মশুদ্ধির মাস রমজান

মুফতি মাওলানা মো. মিজানুর রহমান

পবিত্র রমজান মাস আল্লাহর অপূর্ব নিয়ামতের অন্যতম। আল্লাহর বান্দাদের আত্মিক উন্নতির জন্য এর চেয়ে বড় নিয়ামত আর একটিও নেই। আল্লাহ মানুষের বাহ্যিক অবয়বের সঙ্গে আত্মিক কিছু বৈশিষ্ট্য দান করেছেন। আমাদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে ভালো কিছু বৈশিষ্ট্য রয়েছে। আবার খারাপ বৈশিষ্ট্যও রয়েছে। ভালো বৈশিষ্ট্য যেমন- সবর, শোকর, জুহুদ বা সাধনা, ওয়াবা বা তাকওয়া, পরহেজগারি, অল্পে তুষ্টি, নির্মোহ থাকা। খারাপ বৈশিষ্ট্য যেমন- হিংসা-বিদ্বেষ, পরনিন্দা-পরশ্রীকাতরতা, অহঙ্কার, আত্মগরিমা, লোভ-লালসা, দীর্ঘ কামনা-বাসনা, কুপ্রবৃত্তির উন্মাদনা ইত্যাদি। একজন মানুষকে পরিপূর্ণ মানুষ তথা ইনসানে কামিল হতে হলে এসব আত্মিক বৈশিষ্ট্যের ভালো বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। আর মন্দ বৈশিষ্ট্যগুলো পরিহার করতে হবে। এ ভালো বৈশিষ্ট্য অর্জন ও মন্দ বৈশিষ্ট্যগুলো বর্জনকে বলা হয় আত্মশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি অর্জন করতে না পারলে মানুষের মনুষ্যত্ববোধ জাগরূক থাকে না, মানুষ পশুর পর্যায়ে নেমে যায়। মানুষের জাগতিক এবং পরকালীন সফলতা নির্ভর করে আত্মশুদ্ধির ওপর। আল্লাহ বলেন, যে আত্মাকে বিশুদ্ধ করেছে সে-ই সফলকাম হয়েছে। মাহে রমজান আত্মশুদ্ধি অর্জনের সবচেয়ে সুবর্ণ সুযোগ। কারণ দিনের বেলায় পানাহার ও যৌনকর্ম থেকে বিরত থাকা এবং রাতে তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সেহরির মতো ইবাদত-বন্দেগিতে ব্যস্ত থাকার মাধ্যমে মানুষের মধ্যে পাপ বর্জনের একটি সুন্দর অভ্যাস গড়ে ওঠে। মাহে রমজানে পানাহার বন্ধ থাকার কারণে নফসে আম্মারাও দুর্বল হয়ে আসে। ফলে মানুষের জৈবিক চাহিদা, জৈবিক উন্মাদনা দুর্বল হয়ে আসে এবং আত্মিক উৎকর্ষতা বৃদ্ধি পেতে থাকে। অন্যদিকে রোজা রাখার কারণে মানুষের মধ্যে সংযম, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা ও আবেগতুষ্টির অভ্যাস গড়ে ওঠে। পরনিন্দা, পরশ্রীকাতরতা, বাচালতা- এসব পরিহার করার নির্দেশনা রয়েছে রমজানে। রসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, যে ব্যক্তি মিথ্যা পরিহার করে না তার পানাহার পরিহারে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এসব নির্দেশনা মেনে একজন মুসলমান রোজা পালন করলে তার আত্মিক উন্নতি সহজ হয়ে যায়। ফলে রমজানের এ সিয়াম সাধনায় একজন মুসলমান আন্তরিকভাবে আত্মনিয়োগ করলে তার আত্মশুদ্ধি অর্জন সুনিশ্চিত হয়ে যায়। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায় যে, রমজান আত্মশুদ্ধি ও আত্মার উৎকর্ষতার মাস। একজন পরিপূর্ণ মানুষে পরিণত হওয়ার মাস, এ সুযোগ গ্রহণে যে বঞ্চিত হবে আল্লাহর রহমত থেকে, তার সব কল্যাণ থেকে যেন সে বঞ্চিত হলো। আল্লাহ রমজানে আমাদের উৎকর্ষতা ও আত্মার পরিশুদ্ধি অর্জনের তৌফিক দিন। আমিন।

লেখক : সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা।

 

সর্বশেষ খবর