বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা

জনকল্যাণে অনুপ্রেরণা জোগাবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের সরকারি কর্মকর্তা হিসেবে শুধু নয়, দেশপ্রেমিক হিসেবে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকরা যে জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছেন, সে কথা স্মরণ করিয়ে দিয়ে পুরনো ধ্যান-ধারণা বদলে কাজ করার জন্য ডিসিদের নির্দেশ দিয়েছেন। বলেছেন, জেলা প্রশাসকদের ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে আইনের আওতায় দায়িত্ব পালন করতে হবে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, জেলা প্রশাসকদের রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। দেশের প্রতিটি জেলায় কী ধরনের নতুন কাজ হাতে নেওয়া যায়, জেলার উন্নয়নে কীভাবে বিশেষ ভূমিকা রাখা যায়, সে কৌশল নির্ধারণ এবং বাস্তবায়নে দৃষ্টি দিতে হবে। জেলার সার্বিক উন্নয়ন নির্ভর করে জেলা প্রশাসনের কর্মীদের ওপর। ভূমি ব্যবস্থাপনা, নির্বাচন পরিচালনা, ভেজালবিরোধী অভিযান, পরিবেশের সুরক্ষা, বৃক্ষ নিধন ও পাহাড় কর্তন রোধ, পাবলিক পরীক্ষা পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির মতো কাজগুলো তাদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। এসব রুটিন কাজের পাশাপাশি কোন এলাকার মানুষের কী ধরনের সমস্যা রয়েছে বা কোন এলাকায় কোন ধরনের পণ্য উৎপাদন হতে পারে, কোন এলাকার জন্য কী পদক্ষেপ নিলে সে এলাকার মানুষের জীবনমান উন্নত হতে পারে সে ধরনের বিশেষ দিকগুলো খুঁজে বের করতে হবে। এ জন্য জেলা প্রশাসকদের সৃজনশীল হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। জেলা প্রশাসকদের সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য খুবই তাৎপর্যের দাবিদার। সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভূমিকা যে গুরুত্বপূর্ণ এটি একটি স্বীকার্য বিষয়। প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের সৃজনশীল হওয়ার যে আহ্বান জানিয়েছেন, সে বিষয়টি মনে রাখা হলে তা হবে এ সম্মেলনের একটি বড় অর্জন। জেলার জনগণের ভাগ্যোন্নয়ন এবং কল্যাণে জেলা প্রশাসকদের সৃজনশীল ভূমিকা ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে। সরকারের চোখ ও কান হিসেবে জেলা প্রশাসনের যে ভূমিকা রয়েছে তার সঙ্গে সৃজনশীলতা যুক্ত হলে তা জনকল্যাণে বাড়তি অবদান রাখার সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি এ ধরনের সৃজনশীল ভূমিকা জেলাবাসীর কাছে জেলা প্রশাসনের মর্যাদা বৃদ্ধিতেও অবদান রাখবে।

 

 

সর্বশেষ খবর