রবিবার, ২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

বিদেশে বন্দী ১০ হাজার বাংলাদেশি

জাতীয় মর্যাদার জন্য লজ্জাজনক

বিদেশের কারাগারগুলোতে এখন অন্তত ১০ হাজার বাংলাদেশি বন্দী জীবনযাপন করছেন। এদের এক বড় অংশ আটক হয়েছেন অবৈধ পথে বিভিন্ন দেশে যাওয়ার এবং অবস্থান করার জন্য। আইনশৃঙ্খলা ভঙ্গের জন্যও আটক রয়েছেন কেউ কেউ। বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে বিদেশে আটক বাংলাদেশিদের এক বড় অংশ মানব পাচারের শিকার। গত জুনে পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদকে জানিয়েছিলেন বিদেশের কারাগারে প্রায় ৭ হাজার বাংলাদেশি আটক আছেন। তার আগে ২০১৪ সালে প্রণয়ন করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তালিকায় বলা হয়েছিল ৪২টিরও বেশি দেশের কারাগারে ৭ হাজার ৮৫৯ জন বাংলাদেশি আটক রয়েছেন। তাদের দেশে ফেরত আনার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে এমনটিও বলা হয়। সম্প্রতি নৌপথে অবৈধভাবে যাওয়ার হার বেড়ে যাওয়ায় মালয়েশিয়া ও থাইল্যান্ডের কারাগারে আটক বাংলাদেশির সংখ্যাও বেড়ে গেছে। এর মধ্যে শুধু মালয়েশিয়ার বিভিন্ন বন্দীশিবির ও কারাগারে আছেন ৩ হাজার ২৩০ জন বাংলাদেশি। এর মধ্যে কারাগারে আছেন ১ হাজার ৬৩৭ জন এবং বিভিন্ন বন্দীশিবিরে আছেন ১ হাজার ৫৯৩ জন। মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হওয়ার পর এবং কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়ার পর বিদেশিদের বন্দীশিবিরগুলোয় রাখা হয়। এ ছাড়া থাইল্যান্ডের বিভিন্ন কারাগারে বন্দী আছেন ১ হাজার ৬০৪ জন বাংলাদেশি। মিয়ানমার থেকে ফেরার অপেক্ষায় আছেন ১৫৯ বাংলাদেশি। বিদেশে বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ কর্মরত। এর মধ্যে ১০ হাজার লোকের কারাবাস খুব একটা বড় চিত্র নয়। কিন্তু বিদেশে যারা কাজের সন্ধানে যান তাদের লক্ষ্য থাকে পরিবার-পরিজনের জন্য অর্থ উপার্জন করা, অপরাধে জড়িয়ে পড়া কিংবা জেল খাটা নয়। কিন্তু মানব পাচারকারীদের প্রতারণার শিকার হয়ে কিংবা বিদেশে সংশ্লিষ্ট দেশের আইন-কানুন সম্পর্কে অজ্ঞতার কারণে তারা দুর্ভোগের শিকার হচ্ছেন। জাতীয় মর্যাদা ও মানবাধিকারের স্বার্থে বিদেশে আটক বাংলাদেশিদের দেশে ফেরত আনার জন্য কূটনৈতিক পর্যায়ে জোরদার তৎপরতা চালানো উচিত। পাশাপাশি বিদেশে লোক প্রেরণের আগে সংশ্লিষ্ট দেশের আইন-কানুন সম্পর্কে কর্মপ্রার্থীদের উদ্বুদ্ধকরণেরও ব্যবস্থা থাকতে হবে।

সর্বশেষ খবর