শিরোনাম
রবিবার, ২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

সৌরবিদ্যুৎ বিপ্লব

অন্ধকার থেকে রক্ষা পেয়েছে ২ কোটি মানুষ

বাংলাদেশে এখন সৌরবিদ্যুতের বিপ্লব চলছে। সৌরবিদ্যুতের মাধ্যমে ঘুচে যাচ্ছে দেশের প্রত্যন্ত এলাকার অন্ধকার। প্রতি মাসে ৬৫ হাজার বাড়িতে স্থাপিত হচ্ছে সৌরবিদ্যুতের প্যানেল। গত এক যুগে দেশের দুই কোটি মানুষ সৌরবিদ্যুৎ ব্যবহার করে অন্ধকারের অভিশাপ থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হয়েছে। এর ফলে লেখাপড়া, কৃষিকাজ, টিভি দেখাসহ নানা ক্ষেত্রে বিদ্যুতের আশীর্বাদকে কাজে লাগানো সম্ভব হচ্ছে। রাতের অন্ধকার ঘুচিয়ে গ্রামে গ্রামে জ্বলে উঠছে বৈদ্যুতিক আলো। প্রচণ্ড গরমে ঘরে ঘরে ঘুরছে স্বস্তিদায়ক বৈদ্যুতিক পাখা। এই নীরব বিপ্লবের নায়ক দেশের সাধারণ মানুষ। জ্বালানি তেল, গ্যাস কিংবা কয়লার মাধ্যমে দেশে যে বিদ্যুৎ উৎপাদিত হয় তা গ্রাহকদের কাছে বিতরণ করা হয় ভর্তুকি দিয়ে। প্রতি বছর শত শত কোটি টাকা ভর্তুকি দেওয়া হয় এ খাতে। কিন্তু সৌরবিদ্যুতের ক্ষেত্রে সরকারের যেমন খুব একটা বিনিয়োগ নেই, তেমন নেই ভর্তুকি। এর উপকরণ মানুষের সাধ্যের বাইরে থাকায় এ ক্ষেত্রের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না। তারপরও আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সৌরবিদ্যুতের জ্বালানিতে ২০১৩ সালে যে পরিমাণ কর্মসংস্থান তৈরি করেছে তা স্পেনের মোট কর্মসংস্থানের সমান। ইরিনার প্রতিবেদনে এক দশক আগে যেখানে হোম সিস্টেম প্রোগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৫ হাজার তা এখন বেড়ে ৩৫ লাখে দাঁড়িয়েছে। আর সৌরবিদ্যুতের প্যানেল বিক্রি, স্থাপন ও রক্ষণাবেক্ষণে প্রায় সোয়া লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। স্মর্তব্য, ২০০৩ সালে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ৫ বছরের মধ্যে ৫০ হাজার বাড়িতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হবে। তিন বছরের মধ্যে সে লক্ষ্যমাত্রা পূরণ হয়। বর্তমানে সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে প্রায় ১৫০ মেগাওয়াট এবং আগামী তিন বছরের মধ্যে তা ২২০ মেগাওয়াটে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। এ সময়ের মধ্যে ৬০ লাখ বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহৃত হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে বাংলাদেশের সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত ও সফলতম সৌরবিদ্যুৎ কর্মসূচি হিসেবে স্বীকৃতি পেয়েছে। সৌরবিদ্যুৎ পরিবেশবান্ধব ইন্ধন শক্তি হিসেবে বিবেচিত। প্রাথমিক খরচ ও ব্যাটারি নাগালের মধ্যে আনা গেলে দেশে এর ব্যবহার আরও বাড়ানো সম্ভব হবে। সরকারকে সে দিকেই যত্নবান হতে হবে।

সর্বশেষ খবর